BSNL National Wi-Fi Roaming: দেশের যে কোনও প্রান্তে ব্যবহার করা যাবে BSNL WiFi! বাজারে এল নতুন প্ল্যান
BSNL National Wi-Fi Roaming: BSNL-এর নতুন এই ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা ভারতের যে কোনও জায়গায় হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সাম্প্রতিক অতীতে বেসরকারি টেলিকম সংস্থাগুলির দাম বাড়ানোর সঙ্গে সঙ্গেই, বাজারে নতুন করে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-এর। সম্প্রতি, বিএসএনএল গোটা দেশ জুড়ে ৭টি নতুন পরিষেবা চালু করেছে।
এবার বিএসএনএল চালু করল ন্যাশানাল Wi-Fi রোমিং সার্ভিস। এই পরিষেবার মাধ্যমে BSNL FTTH (ফাইবার-টু-দ্য-হোম) ব্যবহারকারীরা সারা ভারতেই BSNL এর নেটওয়ার্কের ব্যবহারের সুযোগ পাবেন।
বর্তমানে, BSNL FTTH গ্রাহকরা কেবল একটি নির্দিষ্ট স্থানেই হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারেন। তবে BSNL-এর নতুন এই ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা ভারতের যে কোনও জায়গায় হাই-স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই খবরটিও পড়ুন
কীভাবে ব্যবহার করবেন BSNL FTTH ন্যাশানাল রোমিং Wi-Fi পরিষেবা?
BSNL FTTH ন্যাশানাল Wi-Fi রোমিং পরিষেবা উপভোগ করতে, গ্রাহকদের portal.bsnl.in/ftth/wifiroaming-এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। FTTH কানেকশন নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
বিএসএনএল-এর নতুন এই পরিষেবার সাহায্যে, গ্রামীণ এলাকাতেও যদি BSNL Wi-Fi কানেকশন উপলব্ধ থাকে তাহলে লোকেরা হাইস্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
উলটোদিকে জিও বা এয়ারটেলের মতো বেসরকারী সংস্থাগুলি এই ধরনের পরিষেবা দেওয়ায় খুব একটা আগ্রহী নয়। তাঁরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের উপর বেশি জোর দিতে চায়।
দিল্লিতে ৫জি পরিষেবা শুরু করার জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছে বিএসএনএল। তাই জন্য টেন্ডার ডেকেছে। প্রায় ১০০,০০০ গ্রাহকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১৯০০টি জায়গায় উন্নত ৫জি পরিষেবার সেট আপ গড়ে তুলতে চলেছে সংস্থা বলে খবর সূত্রে। ৫জি পরিষেবার সঙ্গে সঙ্গেই নতুন ব্রডব্যান্ড পরিষেবাও চালু করতে চলেছে বিএসএনএল যা গ্রাহকদের কেবল ব্যবহার ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।