
সাধারণ ব্যবহারকারীদের যেমন ক্রেডিট কার্ড হয়, তেমনই ক্রেডিট কার্ড হয় ব্যবসার ক্ষেত্রেও। ফলে সঠিক বিজনেস ক্রেডিট কার্ড বেছে নেওয়া নতুন উদ্যোক্তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু বিজনেস ক্রেডিট কার্ডের কী প্রয়োজন? আসলে হঠাৎ প্রয়োজনে এই কার্ডই আপনার ব্যবসার নগদ প্রবাহকে চাঙ্গা করতে পারে। শুধু তাই নয়, বিজনেস ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা এবং খরচের হিসাব রাখা আরও সহজ হয়ে যায়। মনে রাখবেন, ক্রেডিট কার্ড ইস্যুকারী সংস্থাগুলো তাদের কার্ডে নতুন নতুন সুবিধা যোগ করছে। তাই সঠিক কার্ড বেছে নিতে আপনাকে সহজ কয়েকটি ধাপ মেনে চলতে হবে।
প্রথমেই আপনাকে জানতে হবে, প্রতি মাসে আপনার ব্যবসার টাকা কোথায় যাচ্ছে। খরচের প্যাটার্ন বোঝাটাই এই ক্ষেত্রে সবচেয়ে জরুরি। যদি আপনি এই প্রশ্নের উত্তর দেন, তবেই আপনার জন্য সেরা ক্রেডিট কার্ড নির্বাচন করা সম্ভব।
আপনার কি ইউটিলিটি খরচ, ব্যবসার জন্য ভ্রমণের খরচ বা ডিজিটাল বিজ্ঞাপনের পিছনে বেশি খরচ হয়? বা পেট্রোল অথবা ডিজেলর মাসিক খরচ কিন্তু আপনার ববসার খরচের একটা বিরাট অংশ? এই ধরনের খরচগুলো আপনি যখন খুঁজে বের করে ফেলবেন, তখন সেই খরচ অনুযায়ী আপনি কার্ড বেছে নিতে পারবেন।
ভারতের বড় বড় ব্যাঙ্কগুলো অর্থাৎ, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যাশব্যাক কার্ড বা ভ্রমণের জন্য বিশেষ বিজনেস ক্রেডিট কার্ড দিয়ে থাকে। কোন কার্ড নেবেন আপনি, সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে দুটি বিষয় মেলাতে হবে। প্রথমত, বার্ষিক ফির তুলনায় কার্ডটি কতটা সুবিধা দেয়। দ্বিতীয়ত, আপনার খরচের সঙ্গে মেলে এমন বোনাস ক্যাটাগরিগুলি সম্পর্কেও খোঁজ নিতে হবে আপনাকে। বিশেষজ্ঞরা বলছেন, যদি কার্ডটি বেশি সুবিধা দেয় তবে তার জন্য কিছুটা বেশি ফি দেওয়া যেতে পারে। কিন্তু, যদি সুবিধা যথেষ্ট লোভনীয় না হয়, তবে সেই কার্ড না নেওয়াই ভাল।
ছোট ও মাঝারি ব্যবসা যাঁরা করেন, তাঁদের জন্য শক্তিশালী ক্রেডিট সীমা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের ব্যবসায়ে মাসিক খরচের পরিমাণ বাড়া-কমা করে। ফলে, এমন কার্ড এখানে প্রয়োজন, যে কার্ডের ক্রেডিট লিমিট খুব সহজেই বাড়ানো, কমানো যায়। আসলে ক্রেডিট কার্ডের এই সুদহীন সময়কাল সংস্থার নগদের লেনদেন সামলাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, ক্রেডিট কার্ডের সুদের হার অনেক বেশি। তবে এটাও ঠিক কথা যে, ব্যবসার সঙ্গে ব্যক্তিগত খরচ মিশিয়ে ফেললে তা আপনার কোম্পানির আর্থিক ভিত্তিকে দুর্বল করতে পারে।
সঠিকভাবে ব্যবহার করলে বিজনেস ক্রেডিট কার্ড শুধু একটি সাধারণ পেমেন্ট টুল নয়। এই ক্রেডিট কার্ড আসলে আপনার সংস্থার বৃদ্ধি, আপনার ব্যবসায়ীক ক্ষমতার নিয়ন্ত্রণ ও আপনার অর্থনৈতিক দক্ষতার একটা বড় উদাহরণ। ফলে, আপনার ব্যবসার উদ্দেশ্য ও আপনার ভবিষ্যতের লক্ষ্যের সঙ্গে হিসাব করে কার্ড নির্বাচন করুন।