
শীতকাল মানেই জমে যায় আপনার নারকেল তেল। আর এই সময়েই আপনি কম বিনিয়োগে শুরু করতে পারেন একাধিক ছোট ব্যবসা। যে সব ব্যোবসা আপনার সামনে খুলে দিতে পারে বিরাট লাভের একটা জায়গা। এই ক্ষেত্রে দরকার শুধু সামান্য পরিকল্পনা আর সঠিক পণ্য বেছে নেওয়া।
মহিলাদের ফ্যাশনের জিনিস ব্যবসার ক্ষেত্র হিসাবে দারুণ একটা ক্ষেত্র। চুলের কাঁটা, ক্লিপ বা ক্লাচ পাইকারি দরে কিনে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারেন। এই ব্যবসায় লাভের মার্জিন অনেকটা বেশি থাকে।
এছাড়া, শীতের অন্যতম প্রধান চাহিদা সোয়েটার। আপনি যদি নিজেই সোয়েটার বুনতে পারেন, তবে তো তার আলাদাই কদর। আর তা না পারলে, পাইকারি বাজার থেকে সোয়েটার কিনে অনলাইনে বিক্রি করে প্রতিটি পিসে মোটা টাকা লাভ করতে পারেন। বরানগরের এক ব্যবসায়ী বলছেন, প্রতি পিস সোয়েটারে ৫০ থেকে ৭০ শতাংশ লাভ থাকে।
যদি আপনার রান্না করার শখ থাকে, তবে শীতকালে হট স্যুপ ও হট চকোলেটের ব্যবসা করতে পারেন। শীতের সন্ধেয় একটা বন ফায়ারের পাশে এমন একটা ব্যবসা কিন্তু দারুণ চলবে। এমনকি বাড়িতে এমন খাবার তৈরি করে ভাল প্যাকিং করে বাড়ির আশেপাশের এলাকায় ডেলিভারি শুরু করুন। সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে দেখবেন গ্রাহক পেতে অসুবিধা হচ্ছে না।
শীতের সময় কম্বলের চাহিদাও হয় আকাশ ছোঁয়। যাঁরা এই ব্যবসায় নামতে চান, তাঁদের জন্য পানিপথ একটি বড় পাইকারি বাজার। সেখান থেকে কম দামে কম্বল কিনে স্থানীয় বাজারে বা অনলাইনে বিক্রি করলে ২০ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত লাভ করা সম্ভব। আর এই ব্যবসাগুলি অল্প পুঁজিতেই আপনাকে শীতের মরশুমে একটা দারুণ অর্থ আপনার হাতে এনে দিতে পারে।