Buying Gold: Credit Card দিয়ে সোনা কিনছেন? বিরাট বড় কেস খেতে পারেন এখনই!

Credit Card: সোনা কেনার জন্য একসঙ্গে অনেকটা অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থ যদি কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করে তবে তার বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে।

Buying Gold: Credit Card দিয়ে সোনা কিনছেন? বিরাট বড় কেস খেতে পারেন এখনই!
Image Credit source: Getty Images

Jul 15, 2025 | 12:13 PM

ভারতীয়রা যুগ যুগ ধরে সোনা কেনে। সোনার শুধুমাত্র একটা আলঙ্কারিক ভ্যালু রয়েছে এমন নয়, ভারতীয়দের কাছে সোনা বিনিয়োগের একটা পন্থাও হয়ে ওঠে মাঝে মাঝে। এ ছাড়াও সোনাকে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচার একটা মাধ্যম হিসাবে দেখেন। এই বছর জুনের মাঝামাঝি সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেছিল সোনা। তারপর কিছুটা হলেও কম রয়েছে এই ধাতুর দাম।

কিন্তু সোনা কেনার জন্য একসঙ্গে অনেকটা অর্থের প্রয়োজন হয়। আর এই অর্থ যদি কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করে তবে তার বেশ কিছু নিয়ম ও শর্ত রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক সোনা কেনার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের উপর বেশ কিছু নিয়ম আরোপ করেছে। প্রথমতো, সোনার কেনার পর তা ইএমআইতে কনভার্ট করা যাবে না। দ্বিতীয়ত, ব্যাঙ্কের শাখা থেকে কেউ যদি সোনার কয়েন কেনে, তবে সেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। এ ছাড়াও বেশ কিছু ব্যাঙ্ক সোনা কেনার ক্ষেত্রে আরও বেশ কিছু পদক্ষেপ করেছে। ফলত, ক্রেডিট কার্ডে সোনা কেনার আগে ওই কার্ডে সোনা কেনার কী সুবিধা আর কী অসুবিধা তা জেনে নিয়ে তবেই ক্রেডিট কার্ডে সোনার কেনার কথা ভাববেন।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।