নয়া দিল্লি: ভবিষ্যতের সঞ্চয়ের জন্য আর্থিক বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা যায়, তবে শুধুমাত্র ধনসম্পত্তি বৃদ্ধিই নয়, একইসঙ্গে অল্প বয়সেই অবসর গ্রহণের সুযোগও তৈরি হয়। বর্তমানে বাজারের ওঠানামা মাথায় রেখে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগই শ্রেয় বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা। সরকারের অধীনস্থ প্রকল্পে বিনিয়োগ করলে আর্থিক সুরক্ষা যেমন থাকে, তেমনই ভাল রিটার্নও পাওয়া যায়। অবসরের জন্য সঞ্চয়ের অন্যতম সুরক্ষিত প্রকল্র হল প্রভিডেন্ট ফান্ড।
ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড বা ভিপিএফ হল প্রভিডেন্ট ফান্ডেরই অধীনে থাকা একটি বিনিয়োগ প্রকল্প। যেকোনও কর্মরত ভারতীয়রাই এই বিনিয়োগ প্রকল্পে টাকা রাখতে পারেন। প্রতি বছরে ৮.১০ শতাংশ হারে সুদ পাওয়া যায় এই বিনিয়োগ প্রকল্পের উপরে। আয়কর আইনের ৮০সি ধারার অধীনে এই প্রকল্পের উপরে করছাড়ও পাওয়া যায়। এছাড়াও এই প্রকল্পে যে সুদ বা রিটার্ন পাওয়া যায়, তাও করমুক্ত।
সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত যেকোনও ভারতীয়ই পিএফের সুবিধা পান। তবে আপনি চাইলে ভিপিএফ অ্যাকাউন্টও খুলতে পারেন। ইপিএফে বিনিয়োগের পাশাপাশি আপনি নিজের বেতন থেকে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এরজন্য আপনাকে শুধুমাত্র চাকরিতে যোগ দেওয়ার সময়ে এইচআরের কাছে এই বিনিয়েগ প্রকল্পে টাকা রাখতে চান, এ কথা জানাতে হবে। যদি চাকরিতে যোগদানের পরে ভিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তবে নতুন অর্থবর্ষ শুরুর আগে এইচআর ও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ভিপিএফে বিনিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার বার্ষিক বিনিয়োগের অঙ্ক যেন আড়াই লক্ষ টাকা পার না করে। আড়াই লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলেই তা আয়করের অধীনে চলে আসবে।
আপনার স্যালারি স্লিপেই উল্লেখ করা থাকে ইপিএফ বাবদ প্রতি মাসে কত টাকা জমা পড়ছে।
আপনার বেসিক স্য়ালারির ১২ শতাংশ হিসাব করলেই ইপিএফ বাবদ কত টাকা কাটা হচ্ছে, তা জানতে পারবেন।