Indian Citizenship Apply Process: ভারতের নাগরিকত্বের আবেদন করতে কত টাকা লাগবে? জেনে নিন আবেদনের পদ্ধতি

Sukla Bhattacharjee |

Mar 13, 2024 | 10:22 AM

CAA: ভারতের নাগরিকত্বের আবেদনের জন্য সোমবারই একটি পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই পোর্টালে কীভাবে আবেদন করা যাবে এবং কী কী নথি লাগবে, কত টাকা লাগবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের নাগরিকত্বের আবেদনের জন্য মূলত, ফি দিতে হবে। ৮০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

Indian Citizenship Apply Process: ভারতের নাগরিকত্বের আবেদন করতে কত টাকা লাগবে? জেনে নিন আবেদনের পদ্ধতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই আইন মোতাবেক প্রতিবেশী ৩ দেশ (বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান) থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আগত ৬ সম্প্রদায় (হিন্দু, খ্রিস্টান, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ) ভারতের নাগরিকত্ব পাবেন। ভারতের নাগরিকত্বের আবেদনের জন্য সোমবারই একটি পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই পোর্টালে কীভাবে আবেদন করা যাবে এবং কী কী নথি লাগবে, কত টাকা লাগবে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

 

 

 

ভারতের নাগরিকত্বের আবেদনের জন্য কত টাকা লাগবে?

ভারতের নাগরিকত্বের আবেদনের জন্য মূলত, ফি দিতে হবে। ৮০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

 

 

ভারতের নাগরিকত্বের জন্য কীভাবে আবেদন করবেন?

১) প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একটি ওয়েবসাইট তৈরি করেছে, সেটি হল- indiancitizenshiponline.nic.in। প্রার্থীদের প্রথমে সেই ওয়েবসাইটে যেতে হবে।

২) কেন্দ্রের পোর্টালে ঢুকলেই হোমপেজে INDIAN CITIZENSHIP ONLINE FORMS দেখা যাবে। এটির নীচে ক্যাটেগরিতে অপশন আছে এবং বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। যেমন, Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin-এর মতো বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। যে ক্যাটেগরিতে আবেদন করতে চাইছেন, সেটিতে ক্লিক করুন।

৩) এবার একটি নতুন পেজ খুলবে। সেখানে Apply Online-এ ক্লিক করতে হবে। সেখানে বিস্তারিত তথ্য দিতে হবে। সেই পেজের শুরুতে Temporary Application Id থাকবে। সেটা লিখতে হবে।

৪) এবার আবেদনকারীকে বিস্তারিত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। নাম, ঠিকানা, পরিবারের বিস্তারিত তথ্য সহ অপরাধ সংক্রান্ত ইতিহাস থাকলে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে।

৫) আবেদনপত্র পূরণের সঙ্গে Save and Next বাটনে ক্লিক করতে-করতে পরপর পেজে এগিয়ে যেতে হবে।

৬) আবেদনপত্রে বিস্তারিত তথ্য দেওয়ার ফটো আপলোড অপশনে গিয়ে নিজের ছবি আপলোড করুন।

৭) ছবি আপলোডের পর আবেদনপত্রে দেওয়া বিস্তারিত তথ্য সব সঠিক রয়েছে কি না, ঠিকমতো পূরণ হয়েছে কি না জানতে View Application-এ ক্লিক করে দেখে নিতে পারেন। কোনও ভুল থাকলে সংশোধন করতে পারেন। এরপর FINAL SUBMIT TO THE MINISTRY বাটনে ক্লিক করুন। এখানে আবেদনপত্রটি জমা করার পর আবেদনপত্রে কোনও ভুল থাকলেও আর সংশোধন হবে না।

৮) আবদেনপত্রটি ফাইনাল সাবমিট করার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি ফাইল নম্বর আসবে। সেই নম্বরটি রেখে দিতে হবে।

৯) এবার সমস্ত নথির স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে। নথি আপলোডের পর আবেদনপত্রটির একটি প্রিন্ট করে নেবেন।

১০) এবার অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন ফি ৮০০ টাকা ধার্য করা হয়েছে। পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটি রশিদ দেখাবে। সেটার প্রিন্ট করে রাখবেন।

১১) অনলাইনে আবেদনপত্রটির প্রিন্ট বিভিন্ন নথির ফটোকপির সঙ্গে জেলা প্রশাসনের কাছেও জমা দিতে হবে।

১২) আবেদনপত্র গৃহীত হলে ইমেলে মেসেজ আসবে অথবা সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলা প্রশাসনের কাছে নাগরিকত্বের শংসাপত্র কেন্দ্রের তরফে পাঠিয়ে দেওয়া হবে।

Next Article