
সদ্য নতুন চাকরি পেয়েছেন? বা আপনার মাইনে বেড়েছে? আর তারপরই মনে হচ্ছে অনেক দিন তো হল বাসে, ট্রেনে, বাইকে বা অ্যাপ ক্যাবে করে অফিস যাওয়া। এবার একটা গাড়ি কিনলেই হয়! এমন চিন্তা আসা খুব একটা অস্বাভাবিক নয়। কিন্তু আপনার স্যালারি কি একটা গাড়ি কেনা জাস্টিফাই করে?
তাহলে আমরা দেখে নিতে পারি গাড়ি কেনার ২০-৪-১০ নিয়ম। এই নিয়ম বলছে গাড়ি কেনার ক্ষেত্রে প্রথমেই গাড়ির অন রোড প্রাইসের ২০ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে। আর বাকি ৮০ শতাংশ টাকার লোন নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে লোন যেন ৪ বছরের হয়। আর লোনের যা ইএমআই তা যেন যিনি গাড়ি কিনছেন তাঁর মাসিক উপার্জনের ১০ শতাংশের মধ্যে থাকে। অর্থাৎ, যে ব্যক্তির মাসিক উপার্জন ২০ হাজার টাকা, খেয়াল রাখতে হবে তার ইএমআই যেন ২ হাজার টাকার বেশি না হয়। ফলে বার্ষিক ৮ শতাংশ সুদের হারে সেই ব্যক্তি ৪০ হাজারের বেশি লোন নিতে পারবে না।
আচ্ছা, একটা অল্টো কিনতে কত টাকা স্যালারি হওয়া প্রয়োজন? কলকাতায় একটা অল্টোর বেস ভ্যারিয়েন্টের দাম ৫ লক্ষ ১২ হাজার টাকা। এর ২০ শতাংশ অর্থাৎ ১ লক্ষ ২ হাজার টাকা ডাউন পেমেন্ট করা হলে বাকি ৪ লক্ষ ১০ হাজার টাকার কার লোন নিতে হবে। এই টাকা ৮ শতাংশ সুদের হারে ৪ বছরের জন্য লোন নিলে ইএমআই হয় ১০ হাজার টাকা। আর ২০-৪-১০ নিয়ম বলছে এই ক্ষেত্রে যিনি গাড়ি কিনছেন তাঁর আয় হওয়া উচিত অন্তত ১ লক্ষ টাকা। ফলে, আপনি আপনার স্যালারি দিতে হিসাব করে দেখে নিতে পারেন ঠিক কোন গাড়ি কিনতে পারবেন আপনি।