Compassionate Jobs In Banks: ব্যাঙ্ক কর্মী বাবা অকালে মারা গেলে চাকরি পাবে ছেলে! যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের

Compassionate Jobs In Banks: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ এখন সহানুভূতির ভিত্তিতে বিবাহিত ছেলেদের ব্যাঙ্কে চাকরি দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। ভারত সরকারের সচিব বিজয় শঙ্কর তিওয়ারি এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনকে (আইবিএ)।

Compassionate Jobs In Banks: ব্যাঙ্ক কর্মী বাবা অকালে মারা গেলে চাকরি পাবে ছেলে! যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

Aug 24, 2022 | 11:40 AM

সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ এখন সহানুভূতির ভিত্তিতে বিবাহিত ছেলেদের ব্যাঙ্কে চাকরি দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছে। ভারত সরকারের সচিব বিজয় শঙ্কর তিওয়ারি এই সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনকে (আইবিএ)। সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ জারি করে জানানো হয়েছে, বাবার চাকরিতে বিবাহিত পুত্রকে বহাল করা যেতে পারে। এই নির্দেশিকা জারির ফলে ব্যাঙ্কগুলিতে সহানুভূতির ভিত্তি চাকরি পাওয়ার পথ পরিষ্কার হল।

নির্দেশিকায় বলা হয়েছে ব্যাঙ্কে কর্মরত কোনও ব্যক্তি যদি আকালে মারা যান, তাহলে তাঁর জায়গায় ছেলেকে চাকরি দেওয়া যেতে পারে সহানুভূতির ভিত্তিতে। তবে সেই ক্ষেত্রে ছেলেকে অবশ্যই সেই চাকরির যোগ্য হতে হবে। করোনার সময় বেশিরভাগ মানুষ তাঁদের পরিবারের সদস্যকে হারিয়েছিলেন। এরপর থেকেই সহানুভূতির ভিত্তিতে বিবাহিত ছেলেকে ব্যাঙ্কে চাকরি দেওয়ার দাবি ওঠে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন অনেকদিন ধরেই চেষ্টা করছিল যাতে অকালে প্রয়াত বাবার স্থানে বিবাহিত পুত্রকে চাকরি দেওয়া যেতে পারে। ২০২২ সালের ২০ জুন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ব্যাঙ্কগুলিকে সহানুভূতিশীল নিয়োগের জন্য পরামর্শও দিয়েছিল। এ বিষয়ে এবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সেবা বিভাগও সম্মত হয়েছে। কেন্দ্রের আদেশ অনুযায়ী, সহানুভূতির ভিত্তিতে চাকরি পেতে পারবেন প্রয়াত ব্যাঙ্ক কর্মীর বিবাহিত পুত্র। এই আদেশ সব সরকারি ব্যাঙ্কের জন্য প্রযোজ্য হবে। এই আদেশে খুশি সমস্ত ব্যাঙ্ক কর্মীরাই।

এসবিআই আধিকারিকদের মতে, আগে ব্যাঙ্কে সহানুভূতির ভিত্তিতে প্রয়াত কর্মীর পুত্রকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু এখন কেন্দ্রের এই নির্দেশিকার পরে প্রয়াত ব্যাঙ্ক কর্মীর বিবাহিত পুত্রকে পরিবারের সদস্যের কথা বিবেচনা করে সহানুভূতির ভিত্তিতে চাকরি দিতে সক্ষম হবে ব্যাঙ্ক। তবে এর জন্য সেই চাকরিপ্রার্থী পুত্রকে যোগ্য হতে হবে। এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। ব্যাঙ্ক অফ বরোদার কর্মকর্তাদের মতে, অর্থ মন্ত্রণালয় সঠিক পথেই এই পদক্ষেপ করেছে। এর ফলে সেই পরিবারগুলো উপকৃত হবে যারা করোনার সময় পরিবারের সদস্যদের হারিয়েছিল। এআইবিওসি ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কর্মচারী সমিতির পক্ষ থেকে চেষ্টা চলছিল এই নিয়ম কার্যকর করার। সরকারের এই সিদ্ধান্তে খুবই খুশি সংগঠনের সবাই।