Pension Scheme: পেনশনের নিয়মে বড় পরিবর্তন, ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলেই আটকে যাবে টাকা!

Family Pension Rules: সকল পেনশনভোগীদের প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি এই সময়সীমা পার হয়ে যায়, তাহলে ডিসেম্বর থেকে পেনশন সাময়িকভাবে স্থগিত করা হবে। শংসাপত্র জমা এবং যাচাই করার পরেই তা পুনরায় চালু করা হবে।

Pension Scheme: পেনশনের নিয়মে বড় পরিবর্তন, ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলেই আটকে যাবে টাকা!
প্রতীকী চিত্র।Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

|

Nov 16, 2025 | 10:04 AM

নয়া দিল্লি: পেনশন নিয়ে বড় আপডেট। যারা পারিবারিক পেনশন বা ফ্য়ামিলি পেনশন (Family Pension) পান, তাদের জন্য কেন্দ্রীয় সরকার নয়া নির্দেশিকা জারি করেছে। এবার পেনশন চালু রাখতে প্রতি বছর জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। মা-বাবা দুইজনকেই এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলকভাবে।

সেন্ট্রাল সিভিল সার্ভিসের (CCS) নিয়ম অনুযায়ী, যদি কোনও সরকারি কর্মচারী অবিবাহিত অবস্থায় মারা যান এবং তার কোনও সন্তান না থাকে, তাহলে বাবা-মা পারিবারিক পেনশন পান। যদি বাবা-মা উভয়ই জীবিত থাকেন, তাহলে পেনশন বেতনের ৭৫ শতাংশ হারে দেওয়া হয়, আর যদি কেবল বাবা কিংবা মা জীবিত থাকেন, তাহলে ৬০ শতাংশ হারে পেনশন দেওয়া হয়। বাবা-মায়ের অন্য আয় থাকলেও এই পেনশন দেওয়া হয়।

কী কী পরিবর্তন এসেছে?

সিসিএস (পেনশন) নিয়ম অনুসারে উভয় পিতামাতার কাছ থেকে লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার নিয়ম ছিল না। এর ফলে কিছু ক্ষেত্রে, অভিভাবকের একজন অর্থাৎ বাবা বা মায়ের মৃত্যুর পরেও উচ্চ হারে অর্থাৎ ৭৫ শতাংশ হারে পেনশন পাচ্ছিলেন অনেকে। কেন্দ্রীয় সরকার এবার স্পষ্ট করে জানিয়েছে যে উভয় অভিভাবককেই প্রতি বছর জীবন সনদ বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এর ফলে পেনশন অফিস নিশ্চিত করতে পারবে যে সঠিক ব্যক্তি সঠিক পরিমাণ অর্থ পাচ্ছেন। এই নতুন নিয়ম সঠিক পেনশন বন্টন নিশ্চিত করবে।

এবার থেকে পারিবারিক পেনশন গ্রহণকারীদের বাবা ও মা-উভয়ের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে প্রতি বছর।
যদি একজন অভিভাবক মারা যান, তাহলে পেনশনের হার হবে ৬০ শতাংশ।

লাইফ সার্টিফিকেট জমা করার শেষ তারিখ-

সকল পেনশনভোগীদের প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যদি এই সময়সীমা পার হয়ে যায়, তাহলে ডিসেম্বর থেকে পেনশন সাময়িকভাবে স্থগিত করা হবে। শংসাপত্র জমা এবং যাচাই করার পরেই তা পুনরায় চালু করা হবে।