Sukanya Samriddhi Yojana: কন্যা সন্তানদের ১৫ লক্ষ টাকা করে দিচ্ছে মোদী সরকার, কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, জানুন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 09, 2023 | 7:50 AM

Investment: ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনা আনা হয়। বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির অধীনে এই প্রকল্প আনা হয়েছিল। এই প্রকল্পের অধীনে অভিভাবকরা তাদের কন্য়া সন্তানের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন।

Sukanya Samriddhi Yojana: কন্যা সন্তানদের ১৫ লক্ষ টাকা করে দিচ্ছে মোদী সরকার, কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন, জানুন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: সমাজের উন্নয়নে নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা ও ক্ষমতায়নের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক প্রকল্প আনা হয়েছে। একদিকে যেমন রাজ্য সরকারের তরফে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প আনা হয়েছে, তেমনই কেন্দ্রীয় সরকারের তরফেও মহিলাদের জন্য এমন এক প্রকল্প আনা হয়েছে, যেখানে বিনিয়োগের পরে সর্বাধিক ১৫ লক্ষ টাকা অবধি রিটার্ন পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় এই প্রকল্পের নাম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদি আপনিও নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তবে এই সরকারি প্রকল্পে টাকা রাখতে পারেন। এতে ভাল রিটার্নের পাশাপাশি আর্থিক নিশ্চয়তাও পাওয়া যাবে।

কীভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করবেন?

২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে সুকন্যা সমৃদ্ধি যোজনা আনা হয়। বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির অধীনে এই প্রকল্প আনা হয়েছিল। এই প্রকল্পের অধীনে অভিভাবকরা তাদের কন্য়া সন্তানের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পে বিনিয়োগ করলে, বার্ষিক ৭.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন?

  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করার জন্য আবেদনকারীকে অর্থাৎ আপনার কন্যাসন্তানকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • বিনিয়োগের সময় কন্যাসন্তানের বয়স ১০ বছরের বেশি হতে পারবে না।
  • প্রত্যেক পরিবারে সর্বাধিক দুই কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করে কীভাবে ১৫ লক্ষ টাকা পাবেন?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা বিনিয়োগ করা যেতে পারে। যদি আপনি প্রতি মাসে ৮ হাজার ৩৩৩ টাকা  করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন, তবে টানা ১০ বছর ধরে ৭.৬ শতাংশ সুদের হারে আনুমানিক ১৫ লক্ষ ২৯ হাজার ৪৫৮ টাকা জমা হবে।

Next Article