AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MSP Increase: কৃষকদের জন্য সুখবর! ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ বাড়াল কেন্দ্র

MSP Increase: এদিন বাণিজ্য মন্ত্রী আরও বলেন, 'চাষিদের পাট চাষে বাড়তি গুরুত্ব দিতে বরাবরই উৎসাহ জুগিয়েছে কেন্দ্র সরকার। সেই সূত্র ধরে গত দশ বছরে প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা হয়েছে কাঁচা পাটের সহায়ক মূল্যও।'

MSP Increase: কৃষকদের জন্য সুখবর! ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ বাড়াল কেন্দ্র
প্রতীকী ছবি Image Credit: pixelfusion3d/E+/Getty Images
| Updated on: Jan 23, 2025 | 9:07 PM
Share

নয়াদিল্লি: কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩১৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে কুইন্টাল প্রতি কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্য দাঁড়াল ৫ হাজার ৬৫০ টাকা। গত দশ বছরে কাঁচা পাটে প্রায় আড়াই গুণ ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের।

এদিন বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ‘চাষিদের পাট চাষে বাড়তি গুরুত্ব দিতে বরাবরই উৎসাহ জুগিয়েছে কেন্দ্র সরকার। সেই সূত্র ধরে গত দশ বছরে প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা হয়েছে কাঁচা পাটের সহায়ক মূল্যও।’

উল্লেখ্য, শুধু এই বছরই নয়, আগের বছরও বেড়েছিল কাঁচা পাটে ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ। এ বছরের এতটা বৃদ্ধি না দেখা গেলেও, দেশজুড়ে কাঁচা পাট চাষে যে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র, তা বরাবর সর্বসম্মুখে স্পষ্ট করে দিতে উদ্দ্যোগী তারা, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ২০২৪-২৫ সালে কাঁচা পাটে সহায়ক মূল্য বৃদ্ধি পেয়েছিল মোট ২৮৫ টাকা।

কী এই ন্যূনতম সহায়ক মূল্য?

একটি ফসলের ন্যূনতম মূল্যকেই বোঝায় সহায়ক মূল্য। মূলত, এই দরে চাষিদের কাছ থেকে ফসল কিনে থাকে সরকার। ন্য়ূনতম মূল্য মানেই যে এতে ক্ষতি হয় চাষিদের এমনটা নয়। চাষির চাষের মোট খরচকে মাথায় রেখেই, লাভ সমেত এই সহায়ক মূল্য নির্ধারণ করা হয় বলেই খবর।

প্রসঙ্গত, পাটের সহায়ক মূল্যের পাশাপাশি ন্যাশনাল হেলথ মিশনের কার্যকালের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। গত কয়েক বছরে অনেকটাই সাফল্য অর্জন করেছে এই মিশন। এবার মন্ত্রিসভার অনুমোদনে আরও পাঁচ বছর এই মিশনের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার।