নয়া দিল্লি: দীপাবলির আগে বাম্পার উপহার পেতে পারেন সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। এবার কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়তে পারে বলে সূত্রের খবর। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। আরও ৩ শতাংশ বৃদ্ধি হলে মহার্ঘ ভাতার পরিমাণ ৪৫ শতাংশে পৌঁছাবে। সরকার শীঘ্রই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। ডিএ-র পাশাপাশি DR অর্থাৎ সরকারি কর্মচারীদের মহার্ঘ ত্রাণও বাড়তে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। সবমিলিয়ে, দীপাবলির আগে সুখবর পেতে পারেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
কত বেতন বাড়বে?
অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্রের মতে, এবার ডিএ বাড়ানো হলে ৩ শতাংশ বাড়তে পারে। তিনি বলেন, “আমরা ডিএ চার শতাংশ বৃদ্ধির দাবি করছি। সরকার এটা মেনে নিলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে ৪৬ শতাংশ হবে। ফলে যদি একজন কর্মচারী প্রতি মাসে ৩৬,৫০০ টাকা মূল বেতন পান, তাঁর বর্তমানে ডিএ ১৫,৩৩০ টাকা। যদি ২০২৩ সালের জুলাই থেকে ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে তাঁদের ডিএ ১,০৯৫ টাকা বেড়ে ১৬,৪২৫ টাকা হবে। সেই সঙ্গে জুলাই থেকে বকেয়াও পাওয়া যাবে।”
অনেক বকেয়া
কেন্দ্রীয় সরকার করোনার সময়কালে ১৮ মাস অর্থাৎ ১ জানুয়ারি, ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত কর্মচারীদের ডিএ দেয়নি। একইভাবে এই সময়ের মধ্যে পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়নি। এর কারণ ছিল, সরকারের উপর আর্থিক বোঝা কমানো। ফলে সেটাও বকেয়া রয়েছে।