
নয়া দিল্লি: গমের অন্যতম বড় ভোক্তা এবং উৎপাদক হল ভারত। সম্প্রতি গমের (Wheat) দাম অত্যধিক বেড়ে গিয়েছে। যার ফলে বাজারে বাড়ছে আটার দাম। তাই এবার মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং গম, আটার দাম বৃদ্ধি রোধে বিশেষ পরিকল্পনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের খাদ্য সচিব। বিবৃতিতে তিনি জানান, দেশে গমের মজুতের ঘাটতি রয়েছে। তাই মূল্যবৃদ্ধি রোধ ও মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী পরিকল্পনা নিয়েছে, আসুন জেনে নিই…
সরকারের মাস্টার প্ল্যান কী?
গত এক মাসে গমের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। যার ফলে আটার দামও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে খোলা বাজারে গম বিক্রি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।
গত সপ্তাহে সরকার গম ব্যবসায়ীদের মজুত রাখার পরিমাণ কমিয়েছিল। এবার সরকারের নয়া পরিকল্পনায় ব্যবসায়ীদের খোলা বাজারে বিক্রির জন্য গম আনতে হবে বলে অনুমান করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, এর ফলে বাজারে গমের প্রাপ্যতা বাড়বে এবং তার ফলে দাম কমবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের পকেটের বোঝা কমবে।
ময়দা মিলে FCI পরিদর্শন
গমের দাম বৃদ্ধির আশঙ্কার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে গম ব্যবসায়ী, পাইকারি বিক্রেতা এবং বড় খুচরো বিক্রেতাদের গমের মজুতের সীমা ৩,০০০ টন থেকে কমিয়ে ২,০০০ টন করেছে। অন্যদিকে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)-র বিভিন্ন দল গম ব্যবসায়ীদের মজুতকেন্দ্র এবং ময়দা মিলগুলিতে মজুত খতিয়ে দেখছে।