Central Govt Scheme: কেন্দ্রীয় সরকারি যোজনায় ৫০০০ টাকা পেতে পারেন মহিলারা, জানুন কীভাবে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 05, 2023 | 7:59 AM

Central Govt Scheme: দেশের বহু মহিলাই অপুষ্টিতে ভোগেন, যার প্রভাব পড়ে সন্তানের স্বাস্থ্যে। সে কথা মাথায় রেখেই এই স্কিমের টাকা দেওয়া হয়ে থাকে।

Central Govt Scheme: কেন্দ্রীয় সরকারি যোজনায় ৫০০০ টাকা পেতে পারেন মহিলারা, জানুন কীভাবে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকারের এমন অনেক যোজনা আছে, যা সম্পর্কে সাধারণ মানুষ ওয়াকিবহাল নন। ঠিক যেমন মহিলাদের জন্য এমন একটা স্কিম আছে, যাতে ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। তবে সব মহিলারা এই সুবিধা পাবেন না। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্যই রয়েছে এই স্কিম। স্কিমের নাম প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা। অন্তঃসত্ত্বা মহিলাদের চিকিৎসার খরচের ভার কমাতে ও তাঁদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। দেশের বহু মহিলাই এই সময় অপুষ্টিতে ভোগেন, যার প্রভাব পড়ে সন্তানের স্বাস্থ্যে। সে কথা মাথায় রেখেই এই স্কিমের টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়া অন্তঃসত্ত্বা মহিলার ওষুধের খরচও অনেক বেশি হয়ে থাকে।

প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনায় একজন অন্তঃসত্ত্বা মহিলা নগদ ৫০০০ টাকা পেতে পারেন। এর মধ্যে ১০০০ টাকা পাবেন স্কিমে নাম নথিভুক্ত করার সময়, দ্বিতীয় ভাগে ২০০০ টাকা দেওয়া হয় ৬ মাস চেক আপের পর। আর তৃতীয় ভাগে বাকি ২০০০ টাকা দেওয়া হয় সন্তানের জন্ম দেওয়ার পর।

মূলত সেই সব মহিলারা এই স্কিমে টাকা পান, যাঁরা আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের এবং প্রতিদিন কাজ করে টাকা উপার্জন করেন। অন্তঃসত্ত্বা অবস্থায় যাতে উপার্জনে কোনও খামতি না হয়, স্বাস্থ্যেও যাতে কোনও প্রভাব না পড়ে, সে কারণেই এই স্কিমের টাকা দেওয়া হচ্ছে।

Next Article