Aadhaar-Ration Card Link: আপনার রেশন ও আধার কার্ড লিঙ্ক করা বাকি? সময় বাড়াল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 26, 2023 | 9:12 AM

Rationa-Aadhaar Link: রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্র। ৩০ জুন অবধি করা যাবে লিঙ্ক।

Aadhaar-Ration Card Link: আপনার রেশন ও আধার কার্ড লিঙ্ক করা বাকি? সময় বাড়াল কেন্দ্র
প্রতীকী ছবি

Follow Us

কেন্দ্রীয় যোজনার অধীনে দেশের নাগরিকরা রেশন দোকান থেকে কম দামে চাল, ডাল পেয়ে থাকেন। পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে কম দামে চাল, গম ও অন্যান্য সামগ্রী বিতরণ করে থাকে কেন্দ্র। তবে এখন এই রেশন বিতরণের ক্ষেত্রেও কিছুটা নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। আর দুই কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। আগে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে রেশন ও আধার কার্ড লিঙ্ক করার কথা বলা হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন অবধি করা হল। জালিয়াতি ও ভুয়ো রেশন কার্ডের ব্যবহার রুখতেই কেন্দ্রের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।

আর আপনার রেশন কার্ড ও আধার কার্ড যদি এখনও লিঙ্ক করা না হয়ে থাকে শিগগির করে নিন। অনলাইন ও অফলাইন, দুইভাবেই লিঙ্ক করা যেতে পারে।

অনলাইনে কীভাবে আধার ও রেশন কার্ড লিঙ্ক করবেন?

  • আপনার রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) ওয়েবসাইট খুলুন (প্রতিটি রাজ্যের নিজস্ব পিডিএস পোর্টাল রয়েছে)।
  • আপনার বর্তমান কার্ডগুলির সঙ্গে আপনার আধার সংযুক্ত করার বিকল্পটি বেছে করুন।
  • আপনার রেশন কার্ড, আধার কার্ড এবং নিবন্ধিত মোবাইল ফোনের নম্বর লিখুন।
  • “Continue / Submit” অপশনটি বেছে নিন।
  • আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি লিখুন।
  • প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনাকে এসএমএস-র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অফলাইনে আধার ও রেশন কার্ড লিঙ্ক কীভাবে করবেন?

  •  আপনাকে অবশ্যই আপনার নথিগুলির মূল এবং ফোটোকপি উভয় নিয়ে আপনার নিকটতম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) কেন্দ্রে যেতে হবে।
  • পিডিএস বা রেশন দোকানে এই গুরুত্বপূর্ণ নথিগুলি জমা দিন।
  • পিডিএস বা রেশন দোকানের কর্মচারী আপনার আধার কার্ডের বৈধতা নিশ্চিত করতে আঙুলের ছাপ নেবেন।
  • প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি এসএমএস অ্যালার্ট পাবেন।
  • আপনার আধার এবং রেশন কার্ড সঠিকভাবে লিঙ্ক হয়ে গেলে আপনি আরও একটি এসএমএস পাবেন।
Next Article