Rice cheaper: ২৫ টাকা কেজি দরে চাল ও ২৭ টাকা দরে গম বিক্রি করবে সরকার, কোথায় পাওয়া যাবে জানুন

Rice Price: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২৫ টাকা কেজি দরে ভারত চাল দেওয়া হবে। ভাতের পাশাপাশি দেশের একটি বড় অংশের মানুষের প্রধান খাদ্যদ্রব্য রুটি। তাই চালের পাশাপাশি গমেরও দাম বাঁধতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া চিনির দামেও লাগাম টানতে তৎপর কেন্দ্র।

Rice cheaper: ২৫ টাকা কেজি দরে চাল ও ২৭ টাকা দরে গম বিক্রি করবে সরকার, কোথায় পাওয়া যাবে জানুন
প্রতীকী ছবি।Image Credit source: twitter

|

Jan 15, 2024 | 8:46 AM

নয়া দিল্লি: ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যগ্রন্থের ‘অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী’ অংশের এই পংক্তিটির মধ্য দিয়েই বোঝা যায়, বহুকাল ধরেই বাংলার প্রধান খাদ্য হল ভাত। তাই সন্তানদের ভাতের জোগান নিশ্চিত করতে দেবী অন্নপূর্ণার কাছে বর প্রার্থনা করেছেন ঈশ্বরী পাটনী। এই প্রার্থনা কেবল আদিকালের নয়, আজও প্রতিটি বাবা তাঁর সন্তানকে খাদ্য-সুরক্ষা দিতে চান। তাই চালের দাম বেড়ে গেলে কার্যত পেটে টান পড়ে বাঙালির। তাই সাধারণ মানুষের সুবিধার জন্য এবার চালের দাম নিশ্চিত করতে বিশেষ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের তরফে চালের দাম কার্যত বেঁধে দেওয়া হয়েছে। এবার মাত্র ২৫ টাকায় কেজি দরে চাল পাওয়া যাবে। এমনই পরিকল্পনা নিয়েছে সরকার।

 

গম, চাল ও চিনির রফতানি বন্ধ

মূল্যবৃদ্ধি ঠেকাতে গম, ভাঙা চাল ও চিনির রফতানি বন্ধ করা হয়েছিল।
বাসমতি চাল প্রতি ব্যারেল ৯৫০ মার্কিন ডলার দামে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।
গম, চাল এবং চিনির রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও প্রস্তাব ভারত সরকার (জিওআই) বিবেচনা করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
এবার সাধারণ মানুষকে ভর্তুকি দামে ভারত ব্র্যান্ডের আটা ও ছোলার ডাল দেওয়া হবে।
খোলা বাজার থেকে গম কিনে সেটা সস্তায় সাধারণ মানুষকে দেওয়ার ব্যবস্থা করবে Nafed and NCCF-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলি।

ভারত ব্র্যান্ডের আটা, ডালের দাম কত?

ভারত ব্র্যান্ডের আটার দাম প্রতি কেজি ২৭.৫০ টাকা এবং ডালের দাম কেজি প্রতি ৫৫ টাকা ও ৬০ টাকা।

কোথায় ভারত ব্র্যান্ডের আটা, ডাল মিলবে
Nafed and NCCF-র আউটলেটে ভারত ব্র্যান্ডের আটা, ডাল মিলবে। এছাড়া রিলায়েন্স রিটেল বিগ বাস্কেটেও ভারত ব্র্যান্ডের আটা, ডালের প্যাকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।