8th Pay Commission: লোকসভা ভোটের আগে অষ্টম পে কমিশন গঠন করা হবে? কী বলল কেন্দ্র?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 01, 2023 | 6:38 PM

Pay Commission: অতীতের দিকে তাকালে দেখা যায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী, সশস্ত্র বাহিনীর কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের মন জয় করতে অন্যতম পথ হিসাবে পে কমিশন বসানো বা এর সুপারিশ বাস্তবায়ন করেছে। যেমন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেসের নেতৃত্বাধীন UPA সরকার ৭ম পে কমিশন বসিয়েছিল।

8th Pay Commission: লোকসভা ভোটের আগে অষ্টম পে কমিশন গঠন করা হবে? কী বলল কেন্দ্র?
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠন করা হবে বলে আশা প্রকাশ করেছিলেন সরকারি কর্মীরা। কিন্তু, তাঁদের সেই আশায় জল ঢেলে দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থসচিব টিভি সোমানাথান (TV Somanathanan) স্পষ্ট জানিয়ে দেন, অষ্টম পে কমিশন বসানোর কোনও পরিকল্পনা নেই এখনই নেই।

সপ্তম বেতন কমিশনের পর কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে সরব হন। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের দাবিতে সাড়া দেবেন বলেই আশাবাদী ছিলেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কিন্তু, তাঁদের সেই আশায় জল পড়ে গেল। বৃহস্পতিবার টিভি সোমানাথান বলেন, অষ্টম বেতন কমিশন বসানোর কোনও পরিকল্পনা নেই। বর্তমানে কোনও বকেয়া নেই।

অতীতের দিকে তাকালে দেখা যায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী, সশস্ত্র বাহিনীর কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের মন জয় করতে অন্যতম পথ হিসাবে পে কমিশন বসানো বা এর সুপারিশ বাস্তবায়ন করেছে। যেমন, ২০১৩ সালের সেপ্টেম্বরে, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০১৪ সালের সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে কংগ্রেসের নেতৃত্বাধীন UPA সরকার ৭ম পে কমিশন বসিয়েছিল। কিন্তু, বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার যে সেই পথে হাঁটছে না, তা কেন্দ্রীয় অর্থসচিবের বিবৃতিতেই স্পষ্ট। তবে পেনশনভোগীদের জন্য NPS প্রকল্পের বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন সোমানাথান।

প্রসঙ্গত, গত বাদল অধিবেশনে লোকসভায় অষ্টম পে কমিশন উত্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময়ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জানিয়ে দেন, সরকারি কর্মীদের ৮ম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব এখন বিবেচনাধীন নয়। নির্দিষ্ট সময় অনুযায়ী অষ্টম বেতন কমিশন তৈরি করা হবে, যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

Next Article