২ হাজার টাকার নোট বদলের শেষ দিন আগামী ৩০ সেপ্টেম্বর। অনেকেই ইতিমধ্যেই এই নোট বদল কিংবা নোট জমা দিতে ব্যাঙ্কে ছোটাছুটি করছেন। তবে হাতে আর একটা মাস রয়েছে। তাই যারা এখনও নোট বদল করেননি বা ব্যাঙ্কে জমা দেননি তাড়াতাড়ি সেরে ফেলাই ভাল। কারণ চলতি মাস ও আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে একাধিকদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। ফলে যারা ২ হাজার টাকার নোট জমা দিতে চাইছে, তারা সমস্যার মুখে পড়তে পারে।
গত ১৯ মে আরবিআই একটি প্রেস রিলিজ দেয়। সেখানে বলা হয়েছিল, ২ হাজার টাকার নোট জমা দেওয়া কিংবা বদল করার জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৩ অবধি সময় পাবেন গ্রাহকরা। আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর ২ হাজার টাকার নোট ছাপা হবে না। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ককে এই নোট সরবরাহ থেকে বিরত থাকতেও বলা হয়েছে।
অগস্ট মাসে বেশ কিছু রাজ্যে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সবমিলিয়ে মোট ১৪ দিন ব্য়াঙ্ক বন্ধ থাকছে (তবে কোনও একটি রাজ্যে এতদিন বন্ধ থাকবে না)। এরমধ্যে রবিবার তো আছেই। সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও আছে। স্বাধীনতা দিবস, পার্সি নিউ ইয়ার, ওনাম, রাখী বন্ধন, শ্রীমন্ত শঙ্করদেব তিথি-সহ আরও বেশ কিছু উপলক্ষ রয়েছে ব্যাঙ্ক বন্ধ থাকার।
এরপর সেপ্টেম্বরেও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ধরে ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে (তবে কোনও একটি রাজ্যে এতদিন বন্ধ থাকবে না)। বেশ কিছু রাজ্যে জন্মাষ্টমী, বিনায়ক চতুর্থী, মিলাদ-ই-শরিফ, ঈদ-ই-মিলাদুন্নবি-সহ একাধিক পার্বন অনুষ্ঠান উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।