Share Market: সকাল থেকেই মুড ঠিক নেই দালাল স্ট্রিটের

Share Market: দিনের শুরু থেকে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সহ বেশিরভাগ প্রধান সেক্টরাল সূচকগুলিতে প্রাথমিকভাবে পতন দেখা যায়। তবে শুধুমাত্র নিফটি ফার্মা এবং নিফটি রিয়েলটি, এই দুটি সেক্টরাল সূচক খানিকটা আশার আলো দেখাতে থাকে।

Share Market: সকাল থেকেই মুড ঠিক নেই দালাল স্ট্রিটের
প্রতীকী ছবিImage Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Sep 27, 2023 | 1:24 PM

কলকাতা: পতনটা চলছে বিগত কয়েকদিন ধরে। এদিনও সকাল থেকে সেই ধারা অব্যাহত। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এর সূচক সেনসেক্স থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) নিফটি, সবারই পারাপতন অব্যাহত। বাজার খোলার পর সকাল সাড়ে ৯টা নাগাদ সেনসেক্স ১৭৩ পয়েন্ট কমে ৬৫ হাজার ৭৭২.৪৪ এ দাঁড়ায়। অন্যদিকে NSE নিফটি ৪৭.৪৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৬১৭ এর আশেপাশে দাঁড়ায়। দুপুর ১টা নাগাদ BSE সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৬৫ হাজার ৯৪১ অঙ্কে। সেখানে নিফটি ৫০ দাঁড়িয়ে রয়েছে ১৯,৬৬৭ এর ঘরে। অর্থাৎ খানিকটা হলেও লাভের মুখ দেখতে শুরু করেছে। 

তবে দিনের শুরু থেকে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি এবং নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস সহ বেশিরভাগ প্রধান সেক্টরাল সূচকগুলিতে প্রাথমিকভাবে পতন দেখা যায়। তবে শুধুমাত্র নিফটি ফার্মা এবং নিফটি রিয়েলটি, এই দুটি সেক্টরাল সূচক খানিকটা আশার আলো দেখাতে থাকে। এদিন শুরু থেকে নিফটি 50-তে শীর্ষ পাঁচটি ভাল পারফর্মার হিসাবে উঠে আসে Divi’s Lab, Dr Reddy’s, Cipla, LTIM এবং Sun Pharma-কে। বেশ খানিকটা লাভের মুখ দেখেন বিনিয়োগকারীরা। 

অন্যদিকে, টেক মাহিন্দ্রা, বাজাজ ফাইন্যান্স, টাইটান, টিসিএস এবং এইচডিএফসি ব্যাঙ্কের স্টকের দামও খানিকটা চড়েছে। এখনও পর্যন্ত লার্জ ক্যাপ স্টকের তালিকায় Lupinm, Sun Pharma, Adani Enterprise এর মতো স্টকগুলি ভাল ফল দিচ্ছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার একদিনেই এখনও পর্যন্ত ৩৩ টাকার উপর বেড়ে গিয়েছে। ভাল ফল দিচ্ছে অ্যাপোলো হসপিটালসও। একদিনেই এই সংস্থার স্টকের দাম  বেড়েছে ৫০ টাকার বেশি। এখন এই স্টকের দাম দাঁড়িয়ে ৫ হাজার ১০০ টাকার বেশি। অন্যদিকে দিনের শুরু থেকে লোকসানের মুখ দেখেছে ভেদান্ত। বর্তামানে স্টকটির দাম ঘোরাফেরা করছে ২১০ টাকার কাছাকাছি। এখনও অবধি লোকসান ১৩ টাকার কাছাকাছি। লোকসান হয়েছে বাজার ফাইন্যান্সেরও। সাড়ে সাত হাজারের উপরে থাকা স্টকটির এখনও পর্যন্ত লোকসান ৭০ টাকার বেশি। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।