Baal Aadhaar: শিশুর জন্যও লাগে আধার কার্ড, কীভাবে এই ‘বাল আধার’ তৈরি করবেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 23, 2024 | 6:31 AM

Aadhaar Card Update: বাল আধার হল শিশুদের আধার কার্ড। নীল রঙের এই নথি শিশুদের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয়। পাঁচ বছর অবধি এই নথি আধার কার্ড হিসাবে ব্যবহার করা হয়। পরে সন্তানের পাঁচ বছর হলে, বায়োমেট্রিক তথ্য আপডেট করা হয়।    

Baal Aadhaar: শিশুর জন্যও লাগে আধার কার্ড, কীভাবে এই বাল আধার তৈরি করবেন?
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: স্কুল-কলেজে ভর্তি থেকে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ-সব জায়গাতেই প্রয়োজন আধার কার্ডের। কেওয়াইসি ডকুমেন্ট আপডেট না থাকলে, সরকারি ভাতা যেমন পাওয়া যায় না, তেমনি কোনও কল্য়াণমূলক প্রকল্পেও আবেদন করতে পারেন না। বর্তমানে ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র হয়ে উঠেছে আধার কার্ড, কারণ আধার কার্ডে নাগরিকের পুরো নাম, স্থায়ী ঠিকানা, জন্মতারিখ সহ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে। তবে শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, শিশুদেরও আধার কার্ড হয়। এটি বাল আধার নামে পরিচিত। নবজাতকদের নাম-পরিচয় নথিভুক্ত করবেন কী করে, জানেন?

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাল আধার হল শিশুদের আধার কার্ড। নীল রঙের এই নথি শিশুদের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হয়। পাঁচ বছর অবধি এই নথি আধার কার্ড হিসাবে ব্যবহার করা হয়। পরে সন্তানের পাঁচ বছর হলে, বায়োমেট্রিক তথ্য আপডেট করা হয়।

আধার আইন ২০১৬-র ৩(১) ধারা অনুযায়ী, দেশের প্রত্যেক নাগরিকের আধার নম্বর থাকা বাধ্যতামূলক। শিশুরাও এর ব্য়তিক্রম নয়। যেহেতু পাঁচ বছরের কম বয়সী শিশুদের বায়োমেট্রিক সংগ্রহ করা সম্ভব নয়, তাই বাল আধার তৈরি করা হয়। এই আধার কার্ড অভিভাবকের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকে। পাঁচ বছর পার করলে তখন শিশুদের হাতের ছাপ, আইরিশ ও ছবি তুলে তথ্য আপডেট করা হয়।

কীভাবে সন্তানের আধার তৈরি করবেন?

অনলাইনে বুকিং করতে চাইলে-

  •  প্রথমেই ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ ক্লিক করতে হবে।
  • এরপর মাই আধার সেকশনে যান। সেখানে বুক অ্যান অ্যাপয়নমেন্ট সেকশনে ক্লিক করুন।
  • এবার চাইল্ড আধার অপশনে ক্লিক করুন।
  • নিউ আধার অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর ও ক্যাপচা বসান।
  • ‘রিলেশনশিপ উইথ হেড অব ফ্যামিলি’ অপশনে গিয়ে চাইল্ড (০-৫ বছর) -এটি সিলেক্ট করুন।
  • এবার শিশুর নাম, জন্মতারিখ ও ঠিকানা আপলোড করুন।
  • শিশুর জন্ম সার্টিফিকেট ও নিজের আধার কার্ড আপলোড করুন।
  • এবার অ্যাপয়ন্টমেন্ট বুক করুন।

অফলাইনে কীভাবে অ্যাপয়ন্টমেন্ট বুক করবেন?

  • প্রথমেই কাছের কোনও আধার সেবা কেন্দ্রে যান।
  • সেখানে গিয়ে ‘বাল আধার’ তৈরির জন্য ফর্ম পূরণ করুন।
  • নিজের ও সন্তানের প্রয়োজনীয় নথি সহ ফর্মটি জমা দিন।

কী কী তথ্য় লাগবে?

শিশুর জন্ম সার্টিফিকেট

অভিভাবকের পরিচয়ের জন্য আপনার আধার কার্ড

ঠিকানার প্রমাণ হিসাবে রেশন কার্ড বা ইলেকট্রিসিটি বিল

শিশুর দুটি পাসপোর্ট সাইজের ছবি।

Next Article