Low Cibil Score: ‘আপনি কী করে ব্যাঙ্কে চাকরি করতে পারেন?’ CIBIL Score তলানিতে ঠেকতেই SBI-তে চাকরি পেয়েও আর করা হল না যুবকের! মামলা গড়াল হাইকোর্টে

Low Cibil Score: ব্যাঙ্কের স্পষ্ট কথা, যে ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতে চলেছেন তার সিভিল স্কোর কোনওভাবেই কম হতে পারে না। অবশ্যই তাঁর একটি নির্ভরযোগ্য ক্রেডিট ইতিহাস থাকা উচিত। যে নিজের জীবনের অঙ্ক ঠিকমতো মেলাতে পারে না, সে কীভাবে ব্যাঙ্কের এত গ্রাহকের টাকার হিসাব-নিকেশ রাখবে।

Low Cibil Score: আপনি কী করে ব্যাঙ্কে চাকরি করতে পারেন? CIBIL Score তলানিতে ঠেকতেই SBI-তে চাকরি পেয়েও আর করা হল না যুবকের! মামলা গড়াল হাইকোর্টে
প্রতীকী ছবি

| Edited By: জয়দীপ দাস

Jun 27, 2025 | 10:27 PM

অনেকটাই নিচে নেমে গিয়েছে সিবিল স্কোর। আর তাতেই চাকরি পেতে পেতেও পেলেন না এক ব্যক্তি। হ্যাঁ এমনটাই হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যোগ দেওয়ার কথা ছিল ওই চাকরিপ্রার্থীর। কিন্তু, শেষবেলায় তা বাতিল হয়ে যায়। মামলা গড়াল হাইকোর্টে। কিন্তু, শেষ পর্যন্ত ব্যাঙ্কের সিদ্ধান্তেই সিলমোহর দিল কোর্ট। ব্যাঙ্কের স্পষ্ট যুক্তি, “যে ব্যক্তি নিজের টাকার হিসাব রাখতে পারে না সে কীভাবে কোটি কোটি গ্রাহকদের সামলাবে?” যদিও পাল্টা যুক্তি খাড়া করেছিলেন চাকরিপ্রার্থীর আইনজীবী। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। 

যে চাকরিপ্রার্থীর সঙ্গে এ ঘটনা ঘটেছে তাঁর বিরুদ্ধে একাধিক ঋণ খেলাপির কেস রয়েছে বলে খবর। সময় মতো শোধ করতে না পারায় তাঁর সিভিল স্কোর ধীরে ধীরে অনেকটাই নিচে নেমে যায়। যদিও ওই ব্যাঙ্ক কর্মীর দাবি, আগে তাঁর আর্থিক অবস্থা বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিল। এখন তিনি অনেকটাই স্থিতিশীল। সামলেও উঠেছেন আগের থেকে। যদিও কোনওভাবেই তাঁকে চাকরিতে বহাল করতে রাজি নয় ব্যাঙ্ক। 

ব্যাঙ্কের স্পষ্ট কথা, যে ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতে চলেছেন তার সিভিল স্কোর কোনওভাবেই কম হতে পারে না। অবশ্যই তাঁর একটি নির্ভরযোগ্য ক্রেডিট ইতিহাস থাকা উচিত। যে নিজের জীবনের অঙ্ক ঠিকমতো মেলাতে পারে না, সে কীভাবে ব্যাঙ্কের এত গ্রাহকের টাকার হিসাব-নিকেশ রাখবে। মামলা আদালতে উঠলেও শেষ পর্যন্ত চাকরিপ্রার্থীর দাবি খারিজ করে ব্যাঙ্কের সিদ্ধান্তই ঠিক মনে করছে মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি জিআর স্বামীনাথনের বেঞ্চ বলেছে, ব্যাঙ্কিং খাতে আর্থিক শৃঙ্খলা অত্যন্ত প্রয়োজনীয়। যিনি নিজের জীবনের ব্যয়ভার ঠিক মতো বইতে পারেন না তিনি ব্য়াঙ্কের কাজ সামলাতে গেলে বেগ পেতে পারেন।