CNG-PNG Price: সিএনজি-পিএনজি-র দাম কমল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 10, 2023 | 12:31 AM

এক ধাক্কায় প্রাকৃতিক গ্যাসের দাম ৫ টাকা থেকে ৭ টাকা কম হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন সিএনজি-পিএনজি গাড়ির চালকেরা।

CNG-PNG Price: সিএনজি-পিএনজি-র দাম কমল
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: গাড়িচালকদের জন্য সুখবর। CNG-র দাম কমল। এক ধাক্কায় প্রায় ৫ টাকা থেকে ৭ টাকা পর্যন্ত কমল সিএনজি গ্যাস দাম। রবিবার, ১০ এপ্রিল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে দিল্লি-এনসিআর সংলগ্ন এলাকা থেকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, মহারাষ্ট্র এবং ওড়িশাতেও।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণের ফর্মুলা পরিবর্তন করে। তার জেরেই CNG-PNG-র দাম কমিয়েছে দেশের বিভিন্ন গ্যাস সরবরাহকারী কোম্পানি। যার ফলেই দিল্লি-এনসিআর এলাকা থেকে কর্নাটক, ওড়িশাতেও সিএনজি-পিএনজি গ্যাসের দাম সংশোধন করা হল। একেবারে প্রতি কেজি গ্যাসের দাম ৫টাকা থেকে ৭টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বিভিন্ন শহরে সিএনজি-পিএনজির নতুন দাম

বর্তমানে দিল্লি সহ নয়ডা, গাজিয়াবাদ এলাকায় সিএনজি-র প্রতি কেজি দাম ৭৭.২০ টাকা। এদিন থেকে সেই দাম কমে দাঁড়িয়েছে ৭৩.৫৯ টাকা। ফলে বেঙ্গালুরু এবং দক্ষিণ কন্নড়ে সিএনজি-পিএনজি-র নতুন দাম হল প্রতি কেজি ৮২.৫০ টাকা। আবার দাম কমানোর পরেও উত্তরপ্রদেশের মিরাট ও হরিয়ানার সোনিপতে সিএনজি-র নতুন দাম হল প্রতি কেজি ৮৫ টাকা। দেরাদুনের জন্য এটি প্রতি কেজি ৯২ টাকা। আর মির্জাপুরে সিএনজির দাম প্রতি কেজি ৮৭ টাকা। অন্যদিকে, ওড়িশার ধানবাদ, আদিত্যপুর, পুরী এবং রাউরকেলায় সিএনজি-র প্রতি কেজি দাম দাঁড়াল ৯১ টাকা। মুম্বইতেও আগেই সিএনজি-র দাম ৪ টাকা এবং পিএনজি-র দাম ৫ টাকা কমেছে।

যদিও কর্নাটক বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই কেন্দ্রীয় সরকার সিএনজি-পিএনজি-র দাম কমিয়েছে বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। তবে যে কারণই হোক, এক ধাক্কায় প্রাকৃতিক গ্যাসের দাম ৫ টাকা থেকে ৭ টাকা কম হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছেন সিএনজি-পিএনজি গাড়ির চালকেরা।

Next Article