AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona in India: চতুর্থ ঢেউ এলে কীভাবে সামাল দেবে? কী ভাবছে সংস্থাগুলি?

Coronavirus: কেমন দিন আসছে, তা জানা নেই কারও। তাই প্রস্তুতি শুরু করে দিচ্ছে বেশির ভাগ সংস্থাই।

Corona in India: চতুর্থ ঢেউ এলে কীভাবে সামাল দেবে? কী ভাবছে সংস্থাগুলি?
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 12:58 AM
Share

মুম্বই: করোনা তো শুধু স্বাস্থ্যে প্রভাব ফেলে না, তছনছ করে দিতে পারে অর্থনীতি, ধাক্কা দিতে পারে ব্যবসায়। আবার কি সেই পুরনো দিন ফিরছে? নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭-এর খবর সামনে আসতেই আশঙ্কা দেখা দিয়েছে সব মহলেই। বিভিন্ন সেক্টরে শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। নতুন নিয়োগ করার আগে চিন্তাভাবনা শুরু করেছে সংস্থাগুলি। বিশেষত পরিবহন, হোটেল ব্যবসা, রিয়েল এস্টেট ব্যবসার ক্ষেত্রে মালিকদের কপালে ভাঁজ পড়েছে। চিনে যখন নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তখন ভারতেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় কোভিড বিধি কার্যকর করা হয়েছে। এবার কি তবে ফের ওয়ার্ক ফ্রম হোম? সেই পথেও হাঁটতে চলেছে বেশ কিছু সংস্থা।

এক নিয়োগকারী সংস্থার কর্ণধার মালা চাওলা জানিয়েছেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে নিয়োগ কিছুটা গতি হারাচ্ছে। তবে নির্মাণ সংস্থাগুলি এখনও সেই পথে হাঁটছে না। এমনিতেই বিশ্বের একাধিক বড় সংস্থা সাম্প্রতিককালে কর্মী ছাটাই করায় কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ডিজিটাল সেক্টরে নিয়োগ ফের বাড়বে বলেই মনে করছে বিভিন্ন মহল। আবার অনেকে মনে করছে, গত ২ বছরে অতিমারির কারণে শিক্ষা নিয়েছে ভারতীয় সংস্থাগুলি, তাই এবার করোনার নতুন ঢেউ এলেও ভারতীয় সংস্থাগুলির নিয়োগের ক্ষেত্রে তেমন কোনও প্রভাব পড়বে না।

উল্লেখ্য, চিন, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। করোনা মোকাবিলা করতে দফায় দফায় বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বৈঠকেই করোনা মোকাবিলায় করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর যেমন পরামর্শ দেওয়া হয়, তেমনই বিমানবন্দরগুলিতেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।