
আপনার কাছে কি একাধিক ক্রেডিট কার্ড রয়েছে? কোনও কারণে একটি কার্ডের বিল অন্য কার্ড দিয়ে মিটিয়ে দেওয়ার কথা ভাবছেন আপনি? তাহলে কিন্তু এখনই সাবধান হন। কারণ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী কোনও একটি ক্রেডিট কার্ড দিয়ে অন্য ক্রেডিট কার্ডের বিল মেটানো যায় না। কারণ, এতে আপনার ঋণের বোঝা কিন্তু কমে না। শুধু ঋণের জায়গা বদল হয়।
হাতে টাকা না থাকলে অনেকেই দুটি পদ্ধতি ব্যবহার করেন। এই দুটি পদ্ধতি বেআইনি না হলেও একটু বেশি সময় আপনি হয়তও পাবেন। কিন্তু তাতে আপনার একাধিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রথমত, আপনার ক্রেডিট স্কোর খারাপ হয় এতে। এ ছাড়াও বেশ খানিকটা বেশি পরিমাণে পেমেন্ট করতে হয় আপনাকে।
যদি হাতে নগদ না থাকে, সেই ক্ষেত্রে ‘ব্যালেন্স ট্রান্সফার’ অপশনটি বেছে নিতে পারেন। তবে তার আগে প্রসেসিং ফি এবং সুদের অঙ্কটা ভালো করে দেখে নেবেন। থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ দিয়ে কায়দা করে টাকা তুলতে যাবেন না। তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের যা নিয়ম, তা মেনে চলাই বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি হিসাব করে ক্রেডিট কার্ড ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিতই নয়, বলেন বিশেষজ্ঞরাই।