Credit Score: বেশি আয় মানেই কি বেশি ক্রেডিট স্কোর? কীভাবে নিজের স্কোর বাড়াবেন আপনি!

Credit History: ক্রেডিট স্কোরের খুঁটিনাটি বুঝতে হলে কয়েকটি বিষয় জানতে হবে। এগুলিই আপনার স্কোর ঠিক করে। আপনার ঋণ বা ক্রেডিট কার্ডের পেমেন্টের ইতিহাস, আপনার ক্রেডিট লিমিটের তুলনায় নেওয়া ঋণের পরিমাণ, ক্রেডিট অ্যাকাউন্টের বয়স ইত্যাদির উপর মূলত নির্ভর করে আপনার ক্রেডিট স্কোর।

Credit Score: বেশি আয় মানেই কি বেশি ক্রেডিট স্কোর? কীভাবে নিজের স্কোর বাড়াবেন আপনি!
Image Credit source: Getty Images

Oct 05, 2025 | 2:26 PM

অনেক মানুষের মধ্যে ক্রেডিট স্কোর সংক্রান্ত একটা ধারণা প্রায়ই দেখা যায়। যাঁদের আয় বেশি, তাঁদের ক্রেডিট স্কোরও নাকি ততই ভাল। বা উপার্জন বেশি হলেই নাকি ব্যাঙ্ক থেকে সহজে লোন পাওয়া যায়। কিন্তু এই ধারণা কি সত্যিই ঠিক? আপনার আয় এবং ক্রেডিট স্কোরের মধ্যে কি কোনও সরাসরি যোগসূত্র রয়েছে?

সত্যিটা হলো, বেশি আয় আপনার ঋণ শোধ করার ক্ষমতা বাড়ায়। আর সেই দিক দিয়ে দেখলে আপনার ক্রেডিট স্কোর পরোক্ষভাবে ভাল হতে পারে। কিন্তু আপনার এই বেশি উপার্জনই একমাত্র নির্ণায়ক বিষয় নয়।

কীভাবে ক্রেডিট স্কোর মাপা হয়?

ক্রেডিট স্কোরের খুঁটিনাটি বুঝতে হলে কয়েকটি বিষয় জানতে হবে। এগুলিই আপনার স্কোর ঠিক করে। আপনার ঋণ বা ক্রেডিট কার্ডের পেমেন্টের ইতিহাস, আপনার ক্রেডিট লিমিটের তুলনায় নেওয়া ঋণের পরিমাণ, ক্রেডিট অ্যাকাউন্টের বয়স ইত্যাদির উপর মূলত নির্ভর করে আপনার ক্রেডিট স্কোর।

  • ভুল কোথায় হয়: খুব বেশি উপার্জনকারী একজন যদি সময়মতো কিস্তি না দেন বা ক্রেডিট কার্ডের পুরো লিমিট ব্যবহার করে ফেলেন, তবে আয় বেশি হওয়া সত্ত্বেও তাঁর স্কোর কম থাকবে।
  • কম আয়েও কামাল: স্বল্প উপার্জনকারী কোনও ব্যক্তি যদি ছোট ঋণ বা ক্রেডিট লিমিট শৃঙ্খলার সঙ্গে ব্যবহার করেন ও সময়মতো সব বিল মিটিয়ে দেন, তবে তাঁর স্কোর কিন্তু অবশ্যই বেশি থাকবে।

৩০ শতাংশ ফর্মুলা

বিশেষজ্ঞরা বলছেন, আপনার আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ নিন। মনে রাখবেন, ক্রেডিট লিমিটের ৩০ শতাংশের বেশি ব্যবহার করা উচিত নয়। ধরুন, আপনার ক্রেডিট কার্ডের লিমিট ১ লাখ টাকা, তাহলে কোনও মাসে আপনার ক্রেডিট কার্ডের বিল ৩০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।

এই সহজ নিয়মটি মেনে চললে আপনার ঋণ শোধ করা যেমন সহজ হবে, তেমনই আপনার ক্রেডিট স্কোরও বাড়বে হু হু করে। আগামীতে টাকা আসবে, এটা ভেবে নিয়ে অতিরিক্ত ঋণ নিলে বিপদ বাড়তে পারে। ফলে, নিজের সাধ্যের মধ্যে থাকাটাই বুদ্ধিমানের কাজ।

কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।