Credit Score ৭৫০-এর বেশি, তাও লোন পাচ্ছেন না! এই ভুলগুলো করে বসে নেই তো?

Credit Score Mistakes: এমন অনেক মানুষ আছে যাঁদের ক্রেডিট স্কোর হয়তো ৭৫০-এর বেশি কিন্তু লোন নিতে গেলেই ব্যাঙ্ক তা ডিক্লাইন করে দেয়।

Credit Score ৭৫০-এর বেশি, তাও লোন পাচ্ছেন না! এই ভুলগুলো করে বসে নেই তো?
Image Credit source: tolgart/E+/Getty Images

Jun 20, 2025 | 8:27 AM

কোনও নতুন লোন নেওয়ার ক্ষেত্রে বা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে ক্রেডিট স্কোর খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষজ্ঞরা বলেন, ক্রেডিট স্কোর ৭৫০-এর উপরে থাকলে নাকি সহজে, কম সুদে লোন পাওয়া যায়। কিন্তু এমন অনেক মানুষ আছে যাঁদের ক্রেডিট স্কোর হয়তো ৭৫০-এর বেশি কিন্তু লোন নিতে গেলেই ব্যাঙ্ক তা ডিক্লাইন করে দেয়।

কিন্তু এমন কেন হয়? এর একাধিক কারণ থাকতে পারে। ব্যাঙ্ক হয়তো দেখল গ্রাহক খুব তাড়াতাড়ি চাকরি বদল করছেন। সেই ক্ষেত্রে লোন দিতে প্রত্যাখান করতে পারে ব্যাঙ্ক। কারণ, এমতাবস্থায় ব্যাঙ্ক ধরে নেয় ওই ব্যক্তির আয়ের কোনও স্থিরতা নেই। ফলে ওই ব্যক্তিকে লোন দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ।

আবার অনেক ক্ষেত্রে আগে থেকে কোনও লোন নেওয়া থাকলে নতুন করে লোন নেওয়া শক্ত হয়ে যায়। একাধিক ঋণ একসঙ্গে চললে নতুন করে লোন নেওয়া বেশ শক্ত বিষয়। কারণ, এই অবস্থায় ব্যাঙ্ক লক্ষ করে ওই ব্যক্তির ঋণ শোধ করার ক্ষমতা রয়েছে কি না। আর ব্যাঙ্ক যফি মনে করে ওই ব্যক্তির ঋণ শোধের ক্ষমতা নেই, তাহলে সেই ব্যক্তি আর লোন পান না।

অনেক লোনের ক্ষেত্রে গ্যারেন্টার রাখতে হয়। সেই গ্যারেন্টারের ক্রেদিট স্কোর খারাপ হলেও অনেক সময় ঋণ পাণ না গ্রাহক। ফলে আগামীতে ঋণের জন্য আবেদন করতে চাইলে ক্রেডিট স্কোরের পাশাপাশি এই বিষয়গুলোও খেয়াল রাখতে হবে।