
আপনার ক্রেডিট স্কোর কত? কি ক্রেডিট স্কোর জানেন না? ক্রেডিট স্কোর হল আপনার অর্থনৈতিক অবস্থার একটা মাপকাঠি। অর্থাৎ, আপনি আগামীতে আপনি ঋণ নিতে পারবেন কি না, আপনি ঋণ পেলেও সেই ঋণে আপনাকে কত টাকা দেবে আপনার ব্যাঙ্ক বা এনবিএফসি, সেই সবই বোঝা যায়। আমাদের দেশে ৩০০ থেকে ৯০০-এর মধ্যে ক্রেডিট স্কোর গণনা করা হয়। আর এবার সেই ক্রেডিট স্কোর নিয়েই একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আসলে এতদিন ক্রেডিট স্কোর আপডেট হতে সময় লাগত। ইএমআই মেটালেও তার প্রভাব দেখতে অন্তত দুই সপ্তাহ বা তার বেশি অপেক্ষা করতে হত। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ক্রেডিট স্কোর প্রতি ৭ দিনে আপডেট হবে। ফলে আপনার আর্থিক আচরণ; ভাল নাকি খারাপ তা ধরা পড়বে খুবই তাড়াতাড়ি।
এখন পর্যন্ত সিবিল ও এক্সপেরিয়নের মতো দেশের ক্রেডিট ইনফরমেশন কোম্পানি প্রতি ১৫ দিনে একবার তথ্য আপডেট করত। কিন্তু নতুন নিয়মে মাসে চারটি নির্দিষ্ট দিনে অর্থাৎ ৭, ১৪, ২১ ও ২৮ তারিখ ক্রেডিট স্কোর রিফ্রেশ হবে। ব্যাঙ্ক ও এনবিএফসি-গুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতেই হবে, কড়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের।
দেশের মানুষের জন্য বার্তাটা খুব পরিষ্কার। সময়ে ইএমআই দিলে ক্রেডিট স্কোর বাড়েবে সঠিক ছন্দে। ফলে ঋণও মিলবে সহজে। অন্যদিকে সামান্য দেরিও করতে পারে গোলমাল। ফলে, সময়ে ইএমআই জমা দেওয়া আগামীর জন্য হবে খুব গুরুত্বপূর্ণ।