
কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা অপরাধ নয়। কিন্তু মধ্যবিত্তের সেই স্বপ্ন অনেক সময় মাঝপথেই হোঁচট খায়। কারণটা জানেন কি? বড় আয় নয়, বরং অনেক ছোট ভুলের মধ্যে লুকিয়ে রয়েছে এর উত্তরটা। ঠিক কী কী করলে ধাক্কা খেতে পারে আপনার এই স্বপ্ন, জানেন কি?
আয় বাড়লেই কি গাড়ি বা ফ্ল্যাট বদলাতে হবে? অনেক সময় আমরা সামাজিক চাপে বা বিয়ের অনুষ্ঠানে অকারণে অঢেল খরচ করি। এই ‘লাইফস্টাইল ইনফ্লেশন’ আপনার জমানো পুঁজিতে নিঃশব্দে থাবা বসায়।
অনেকেই ভাবেন বেতন বাড়লে বিনিয়োগ করবেন। কিন্তু মাথায় রাখুন, চক্রবৃদ্ধি বা ‘কম্পাউন্ডিং’-এর জাদু কাজ করে সময়ের ওপর। দেরি করা মানেই কয়েক লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন হাতছাড়া করা।
শুধু ফিক্সড ডিপোজিট বা শুধু সোনায় বিনিয়োগ করা ঠিক নয়। কারণ বিশেষজ্ঞরা বলে থাকেন, এক জায়গায় সব টাকা রাখা ঝুঁকিপূর্ণ। ইকুইটি মিউচুয়াল ফান্ড, পিপিএফ ও রিয়েল এস্টেটে বিনিয়োগের মধ্যে ভারসাম্য রাখা জরুরি।
হঠাৎ শারীরিক অসুস্থতা বা আপৎকালীন পরিস্থিতি আপনার বিনিয়োগের লক্ষ্য নষ্ট করতে পারে। তাই ভাল হেলথ ইন্সিওরেন্স এবং টার্ম প্ল্যান আপনার ‘সেফটি নেট’ হিসেবে কাজ করবে।
বাজার একটু পড়লেই কি আপনি ভয় পেয়ে শেয়ার বিক্রি করে দেন? মনে রাখবেন, ধৈর্যই হল লগ্নির আসল মন্ত্র। হুজুগে পড়ে সিদ্ধান্ত নিলে কোটিপতি হওয়ার দৌড়ে আপনি পিছিয়ে পড়বেন। ফলে, আর্থিক শৃঙ্খলা থাকলে কোটিপতি হওয়া অসম্ভব নয়। তবে, প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা এবং পেশাদার পরামর্শের।