নয়া দিল্লি: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ঘোষণা করেছে, দেশের বিভিন্ন সরকারি ব্যাঙ্কে ৩৫ হাজার কোটি টাকা পড়ে রয়েছে, যার কোনও কোনও উত্তরাধিকারী বা দাবিদার নেই। আর সেই টাকা যাতে নির্দিষ্ট ব্যক্তি বা পরিবার পেতে পারে, তার জন্য একটি পোর্টাল তৈরি করছে কেন্দ্রীয় সরকার। ২ থেকে ৪ মাসের মধ্যে সেই পোর্টাল চালুও হয়ে যাবে। তবে সেই তালিকায় পিছিয়ে নেই জীবন বীমা নিগম বা এলআইসি। এলআইসি-তে পড়ে রয়েছে প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকা, যার কোনও দাবিদার নেই।
বর্তমানে কত টাকা এমন দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট তথ্য নেই। তবে, ২০২১ সালে সংস্থার তরফে যখন আইপিও আনা হয়েছিল, তখন ২১ হাজার ৫৩৯ কোটি টাকার কথা বলা হয়েছিল, যার কোনও দাবিদার নেই। এমন অনেকেই।
তবে এলআইসি-র ক্ষেত্রে দাবিহীন টাকা তোলার জন্য সংস্থার পোর্টালেই একটি নির্দিষ্ট টুল রাখা হয়েছে। সেখান থেকে আপনিও আপনার আনক্লেমড টাকা তুলে নিতে পারেন।
১. এলআইসি-র ওয়েবসাইটে যান।
২. ওয়েবসাইটে-র কাস্টমার সার্ভিস সেকশনে যেতে হবে।
৩. Unclaimed Amount of Policyholders- অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর একটি নতুন উইন্ডো করতে হবে। সেই উইন্ডো-তে আপনাকে কিছু তথ্য দিতে হবে।
৯. আপনাকে দিতে হবে পলিসি নম্বর। দিতে হবে পলিসি হোল্ডারের নাম, প্যান কার্ডের নম্বর। সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এরপরই আপনি জানতে পারবেন এলআইসি থেকে আপনার কত টাকা প্রাপ্য।
প্রাপ্য টাকা পাওয়ার জন্য কেওয়াইসি দিতে হবে। পলিসি সংক্রান্ত নথি দিতে হবে। তবেই গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।