AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

7th Pay Commission DA Hike: উৎসবের আগেই কি মিলবে DA? কি আশা করতে পারেন সরকারি কর্মীরা?

7th Pay Commission DA Hike: এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, শীঘ্রই বাড়বে ডিএ।

7th Pay Commission DA Hike: উৎসবের আগেই কি মিলবে DA? কি আশা করতে পারেন সরকারি কর্মীরা?
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 7:52 AM
Share

নয়া দিল্লি : বেতনের সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নিয়ম করে বাড়ানো হয় মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা বেতনের সঙ্গেই এই ডিয়ারনেস অ্যালাউন্স পেয়ে থাকেন। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়ে থাকে। এবারও তাই কর্মীরা আশা করে আছেন, কবে বাড়বে ডিএ?

সাধারণত বছরের মার্চ ও সেপ্টেম্বর মাসে বাড়ানো হয়ে থাকে মহার্ঘ ভাতা। ইতিমধ্যেই সেপ্টেম্বর মাস শুরু হয়ে গিয়েছে। উৎসবের আমেজ প্রায় গোটা দেশ জুড়ে। গণেশ পুজো দিয়ে শুরু, আর এরপর একে একে পালিত হলে দুর্গা পূজা, দীপাবলীর মতো উৎসব। তাই পুজোর আগে যদি বাড়তি টাকার মুখ দেখা যায়, তাহলে উপকৃত হবেন অনেকেই। সূত্রের খবর, এ মাসেই ঘোষণা হতে পারে মহার্ঘ ভাতা বৃদ্ধি।

সরকারি কর্মীরা আশা করছেন, ডিএ বাড়তে পারে ৩৪ থেকে ৩৮ শতাংশ। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মীরা যে ডিআর পেয়ে থাকেন, সেটাও একই হারে বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাধারণত সরকার প্রতি ৬ মাস অন্তর ডিএ বা ডিআর-এর হার পরিবর্তন করে থাকে। মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে বেতন বা পেনশনের সঙ্গে দেওয়া হয় এই ভাতা। বর্তমানে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের লেবার ব্যুরোর অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইনডেক্সের মাধ্যমে মূল্যবৃদ্ধি নির্ধারণ করা হয়।

তবে এবার মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন উঠেছিল। করোনা পরিস্থিতির কারণে ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে দেড় বছর আর কোনও মহার্ঘ ভাতা বাড়েনি। তাই এ বছর দ্বিতীয়বার ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন সরকারি কর্মীরা।