Deepa Devrajan: পাশে পাননি কাউকে, তাও নিজের লক্ষ্যে সফল দীপা!

Deepa Devrajan: কোনও শক্তিশালী সাপোর্ট সিস্টেম ছাড়াই শুরু হয় দীপার যাত্রা। ইন্টেরিয়র ডিজাইনের মতো কেরিয়ারে প্রবেশ করা ছিল তাঁর কাছে বেশ কঠিন। এমনকি সাধারণ এই কোর্সটিতে ভর্তি হওয়াও তাঁর কাছে একেবারে সহজ ছিল না। তিনি একাধিক ছোটখাট কাজ করেছেন। প্রতিটা টাকা হিসাব করে জমিয়েছেন।

Deepa Devrajan: পাশে পাননি কাউকে, তাও নিজের লক্ষ্যে সফল দীপা!

Jan 19, 2026 | 5:15 PM

বিরাট কোনও শিল্পগোষ্ঠী থেকে বা দারুণ কোনও অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থেকে দীপা দেবরাজনের গল্পটা শুরু হয়নি। তিনি একজন দক্ষিণ ভারতীয় মহিলা যিনি উত্তর ভারতের হিন্দিভাষী ও পুরুষ-প্রধান ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। তিনি এক সাধারণ পরিবারের মেয়ে। যেখান থেকে ইন্টেরিয়র ডিজাইনের কোর্স করাটাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু তাঁর পরিকল্পনা, পরিশ্রম আর সাহসই তাঁকে ইন্টিরিয়র ডিজাইনের দুনিয়ায় আলাদা পরিচিতি দিয়েছে।

সীমিত সামর্থ্য, কিন্তু স্পষ্ট স্বপ্ন

কোনও শক্তিশালী সাপোর্ট সিস্টেম ছাড়াই শুরু হয় দীপার যাত্রা। ইন্টেরিয়র ডিজাইনের মতো কেরিয়ারে প্রবেশ করা ছিল তাঁর কাছে বেশ কঠিন। এমনকি সাধারণ এই কোর্সটিতে ভর্তি হওয়াও তাঁর কাছে একেবারে সহজ ছিল না। তিনি একাধিক ছোটখাট কাজ করেছেন। প্রতিটা টাকা হিসাব করে জমিয়েছেন। এ ছাড়াও নিজের পড়াশোনা ও আগামীর জন্য বিনিয়োগও করেছেন।

সাংস্কৃতিক ধারণা ও পারিবারিক বাস্তবতা

আকাশের যেটুকু আমরা দেখতে পাই, তার ওপারেও অনেকটা আকাশ রয়েছে, এটাই মনে করেন তিনি। একবার দীপাকে তাঁর মা বলেছিলেন, যে তাঁরা দক্ষিণ ভারতীয়। ফলে,ব্যবসা করা তাঁর পক্ষে কঠিন হবে। কিন্তু পড়াশোনা করে ভাল চাকরি পাওয়া। আর তারপর টাকা জমিয়ে বিয়ে। এটাই তাঁর যাত্রা পথ, বলেছিলেন তাঁর মা। কিন্তু তাঁর মায়ের এই কথাগুলোই তাঁকে ভিতর থেকে দৃঢ় করে তোলে।

পরিকল্পনা ও ভিশনে উদ্যোক্তা হওয়ার পথ

দীপা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শৃঙ্খলায় বিশ্বাসী। আর্থিক স্বাধীনতা তাঁর সিদ্ধান্তকে শক্ত করেছে। ধীরে ধীরে তিনি নিজের পথ তৈরি করেন এবং রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল প্রজেক্টের জন্য ইন্টিরিয়র ডিজাইন সলিউশন দেওয়া নিজের সংস্থা শুরু করেন। আজ তাঁর সাফল্যের ভিত্তি— কঠোর পরিশ্রম, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, নিয়মিত আপস্কিলিং এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী কার্যকর সমাধান। আর্কিটেকচার ও ইন্টিরিয়রের মেলবন্ধনে তিনি এমন স্পেস তৈরি করেন, যা রঙ, মেটিরিয়াল ও ডিটেইলিংয়ে পরিশীলিত ও ব্যবহারিক।

বিনিয়োগকারী শিক্ষা ও সচেতনতা উদ্যোগ

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একবারের KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এটি শুধুমাত্র নিবন্ধিত মিউচুয়াল ফান্ড সংস্থার সঙ্গেই করুন, যাদের তথ্য SEBI-র ওয়েবসাইটে পাওয়া যায়। কোনও অভিযোগ থাকলে বিনিয়োগকারীরা সরাসরি সংশ্লিষ্ট AMC-র সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা SCORES পোর্টাল (https://scores.gov.in)-এ অভিযোগ দাখিল করতে পারেন। যদি সমাধান সন্তোষজনক না হয়, তাহলে Smart ODR পোর্টাল (https://smartodr.in/login) ব্যবহার করা যেতে পারে।

HDFC AMC সম্পর্কে

HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ভারতের অন্যতম বৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থা। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে SEBI-র অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করে। সংস্থাটি ইক্যুইটি, ফিক্সড ইনকাম এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প পরিচালনা করে। দেশজুড়ে শাখা নেটওয়ার্কের পাশাপাশি ব্যাংক, স্বাধীন আর্থিক উপদেষ্টা এবং জাতীয় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তারা তাদের পরিষেবা প্রদান করে।