
নয়া দিল্লি: নিজে নিজে ডাক্তারি করেন? জ্বর-জ্বালা হলেই দোকান থেকে ওষুধ কিনে এনে খেয়ে নেন? এবার সেই দিন গেল। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া আর গ্রাহকদের কোনও ওষুধ বিক্রি করতে পারবে না মেডিক্যাল স্টোরগুলি। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ করল দিল্লি সরকার। এরপর, কোনও ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা হলে, সেই দোকানের মালিক বিপদে পড়বেন। আসলে, ভেক্টর বা কীট-পতঙ্গ বাহিত রোগের প্রবণতা যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতেই দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসপিরিন, আইবুপ্রোফেনের মতো পরিচিত ওষুধগুলি, যা সচরাচর প্রেসক্রিপশন ছাড়াই কেনা যেত ওষুধের দোকান থেকে, এখন থেকে সেগুলিও আর প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না।
দিল্লির ওষুধ নিয়ন্ত্রক বিভাগের পক্ষ থেকে ওষুধের দোকানগুলিকে পেইনকিলার বা ব্যথানাশক ওষুধগুলির রেকর্ড রাখার নির্দেশ দিয়েছে। সম্প্রতি, দিল্লিতে ডেঙ্গির প্রকোপ র্পমশ বাড়ছে। এই অবস্থায় ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে মশার প্রকোপ বাড়ে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গি এবং চিকুনগুনিয়ার মতো মশা বাহিত রোগ। এই রোগগুলির মোকাবিলায় কঠোর ব্যবস্থা নিতে হবে। আর তার অংশ হিসেবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে ওষুধ বিক্রেতাদের।
দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছে, ডেঙ্গি আক্রান্তদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, চিকিৎসার জন্য মানুষ চিকিৎসকদের পরামর্শ ছাড়াই আইবুপ্রোফেন এবং ডাইক্লোফেনাকের মতো ওষুধ খেয়ে নিচ্ছেন। এর ফলে সাময়িকভাবে হয়তো স্বস্তি পাচ্ছেন তাঁরা, কিন্তু, পরবর্তীতে তাঁদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সেই জটিলতার চিকিৎসা করতে সমস্যায় পড়েন চিকিৎসকরা। তাই, খুচরা ওষুধ বিক্রেতাদের অবিলম্বে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন এবং ডিক্লোফেনাক-এর মতো ওষুধগুলি, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ওষুধগুলি কারা কিনছেন, কত পরিমাণে কিনছেন, তার হিসেব রাখাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সরকার। এই বিশয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই বিধি মেনে চলতে হবে।
ওষুধ নিয়ন্ত্রক দফতর আরও জানিয়েছে, এই বিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকরা সতর্ক করেছেন, এই ধরনের ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার ভেক্টর-বাহিত রোগে আক্রান্তদের জন্য মারাত্মক হতে পারে। এই ওষুধগুলির অতিরিক্ত ব্যবহারে মানুষের রক্তে প্লেটলেটের ঘাটতি দেখা দেয়।