Recruitment in India: বাড়ছে চাহিদা, মে মাসে ভারতে রেকর্ড সংখ্যক কর্মী নিয়োগ করেছে এই সেক্টরের সংস্থাগুলো!

Job Recruitment: চাহিদা বৃদ্ধির জেরে এই সেক্টরে যুক্ত সংস্থাগুলো তাদের কর্মীর সংখ্যাও বৃদ্ধি করেছে। ১৬ শতাংশ সংস্থা জানিয়েছে এই চাহিদা বৃদ্ধির কারণে তারা অনেক বেশি কর্মী নিয়োগ করে ফেলেছে ইতিমধ্যে।

Recruitment in India: বাড়ছে চাহিদা, মে মাসে ভারতে রেকর্ড সংখ্যক কর্মী নিয়োগ করেছে এই সেক্টরের সংস্থাগুলো!
Image Credit source: Deepak Sethi/E+/Getty Images

Jun 05, 2025 | 2:17 PM

সময়ের সঙ্গে সঙ্গে দারুণ গতির সঙ্গে বাড়ছে ভারতের সার্ভিস সেক্টর। মে মাসে এই সেক্টরে থাকা সংস্থাগুলো দারুণ ব্যবসা করেছে বলেই জানা যাচ্ছে। এই মাসেই এইচএসবিসি ইন্ডিয়া সার্ভিসেসের PMI বিজনেস অ্যাকটিভিটি সূচক বেড়েছে চড়চড়িয়ে।

বাজারে চাহিদা বেড়েছে। এ ছাড়াও বিজ্ঞাপন ও গ্রাহকদের কাছে থেকে বারবার অর্ডার আসার কারণে এই সেক্টর দারুণ বৃদ্ধি দেখিয়েছে। এ ছাড়াও নতুন গ্রাহকরাও এই সেক্টরে এসেছে। এ ছাড়াও সার্ভিস সেক্টরে বেড়েছে ভারত থেকে রফতানির পরিমাণও। এর বেশিরভাগটাই এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলিতে রফতানি হয়েছে।

চাহিদা বৃদ্ধির জেরে এই সেক্টরে যুক্ত সংস্থাগুলো তাদের কর্মীর সংখ্যাও বৃদ্ধি করেছে। ১৬ শতাংশ সংস্থা জানিয়েছে এই চাহিদা বৃদ্ধির কারণে তারা অনেক বেশি কর্মী নিয়োগ করে ফেলেছে ইতিমধ্যে। আর তথ্য বলছে, এই সময়ে যথেষ্ট বেশি পরিমাণে কর্মী নিয়োগ করেছে সংস্থাগুলো।

নিয়োগ বৃদ্ধি, ওভারটাইম করার কারণে বর্ধিত মজুরি ও কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় সংস্থাগুলোর উপর খরচের চাপ বেড়েছে বেশ কিছুটা করে। যদিও তারা আশা করছে তাদের ব্যবসা আগামীতে আরও ফুলে ফেঁপে উঠবে। এই সেক্টরে যুক্ত থাকা সংস্থাগুলো আরও আশা করে আগামীতে তাদের বিরাট সংখ্যক গ্রাহক, দক্ষ কর্মী নিয়োগ ও মার্কেটিংয়ের কারণ তাদের ব্যবসায়িক কার্যকলাপ দ্রুত বৃদ্ধি পাবে।