কলকাতা: হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক এক্সচেঞ্জের শিরোপা ইতিমধ্যেই নিজের ঘরে তুলে নিয়েছে ভারত। তাতেই জোর চর্চা দালাল স্ট্রিটের অন্দরে। কিন্তু, নয়া খেতাব পেয়েও মঙ্গলবারটা ভাল কাটল না দেশের বিনিয়োগকারীদের। বড়সড় পতন দেখা গেল সেনসেক্স, নিফটিতে। দিনভর কেনাকাটির পর দেখা যায় ১ হাজার পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছে সেনসেক্স। ফলে ৭১ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছে সেনসেক্স। পতন দেখা গিয়েছে নিফটির ক্ষেত্রেও। এদিন ২১ হাজার ৪০০ পয়েন্টের নিচে চলে যায় নিফটি।
প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সোমবার দিনভর বন্ধ ছিল শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধস দেখা যায় একাধিক বড়সড় সংস্থার শেয়ার দরে। তাতেই মাথায় হাত বিনিয়োগকারীদের। সূত্রের খবর, লাগাতার পতনের জেরে এদিন ৬ ঘণ্টায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রায় ৮ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তাৎপর্যপূর্ণভাবে এদিন বিদেশি বাজারে ধারাবাহিক উত্থান দেখা গেলেও তার ছাপ পড়েনি ভারতীয় বাজারে। ভারতীয় স্টক মার্কেটে এদিন ব্যাঙ্ক, তেল, গ্যাস, এফএমসিজি, অলঙ্কার সংস্থার শেয়ারগুলিতে বড় পতন দেখা গিয়েছে। তবে তুলনামূলকভাবে ভাল পারফর্ম করেছে ফার্মাসিটিউক্যাল, তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির শেয়ার। সবথেকে খারাপ পারফর্ম করতে দেখা গিয়েছে জি এন্টারটেইনমেন্টকে। ২৫ শতাংশেরও বেশি দাম কমে নতুন দাম দাঁড়িয়েছে ১৬৯ টাকার কাছে। যা বিগত ৫২ সপ্তাহে সবথেকে কম দামের থেকে মাত্র ৭ টাকার বেশি। তবে সান ফার্মা, হিরো মোটরকর্প, ভারতী এয়ারটেলের শেয়ার এদিন মোটের উপর ভাল পারফর্ম করেছে।