ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেটের হারে কোনও পরিবর্তন আনেনি। তবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিজেদের FD-তে সুদের হার পরিবর্তন করে চলেছে। এরকমই একটি বেসরকারি ব্যাঙ্ক আবারও তাদের FD স্কিমের সুদের হার পরিবর্তন করেছে। ফলে বেশি রিটার্ন পাবেন গ্রাহকরা। ৭ থেকে ১০ বছর মেয়াদের FD স্কিমে সুদের হার পরিবর্তন করেছে ধনলক্ষ্মী ব্যাঙ্ক। গত ৩ মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। বিভিন্ন মেয়াদের আমানতে ধনলক্ষ্মী ব্যাঙ্কের সুদের হার দেখে নিন-
৭ থেকে ১৪ দিনের আমানতে ধনলক্ষ্মী ব্যাঙ্ক ৩.২৫ শতাংশ সুদ দেবে।
১৫ দিন থেকে ৪৫ দিনের ডিপোজিটের উপর ব্যাঙ্ক ৫.৭৫ শতাংশ সুদ দেবে।
৪৬ দিন থেকে ৯০ দিনের FD-তে ব্যাঙ্ক ৬ শতাংশ পর্যন্ত সুদ দেবে।
৬.২৫ শতাংশ সুদ মিলবে ৯১ দিন থেকে ১৭৯ দিনের FD-তে।
১৮০ দিনের বেশি কিন্তু ১ বছরের কম সময়ের আমানতের উপর ৬.৫ শতাংশ সুদ দেবে ধনলক্ষ্মী ব্যাঙ্ক।
১ বছরের বেশি কিন্তু ২ বছরের কম সময়ের এফডিতে ৬.৭৫ শতাংশ হারে সুদ মিলবে।
৫৫৫ দিনের বিশেষ FD-তে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে।
ব্যাঙ্ক ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের FD-তে ৬.৫ শতাংশ সুদ দেবে।
৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের FD-তে ৬.৬ শতাংশ সুদ দেওয়া হবে।
১১১১ দিনের স্পেশ্যাল এফডি-তে ৬.৬ শতাংশ সুদ দেওয়া হবে।
৫ বছরের বেশি কিন্তু ১০ বছরের কম সময়ের FD-তে এই সুদের হার হবে ৬.৬ শতাংশ।
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য ০.৫০ শতাংশ বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। যদিও এনআরআই ব্যক্তিদের জন্যও, ব্যাঙ্ক ৫৫৫ দিনের বিশেষ এফডি-তে ৭.২৫ শতাংশ সুদ দেওয়ার ঘোষণা করেছে।