নয়া দিল্লি: কেন্দ্রের তরফে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার নিয়ম। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেসের তরফে এই আধার-প্যান কার্ড লিঙ্কের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছিল। এই সময়সীমা ছিল ৩০ জুন। অর্থাৎ গতকালই এই সময়সীমা পার করে গিয়েছে। যারা এরমধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করে নিয়েছেন, তাদের চিন্তার কোনও কারণ নেই। কিন্তু যারা এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাননি, তাদের একাধিক সমস্যার মুখে পড়তে হবে।
সিবিডিটির নিয়ম অনুযায়ী, ৩০ জুনের মধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে। যারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ড লিঙ্ক করাননি, তাদের ১ জুলাই, ২০২৩ থেকে প্যান কার্ড অকেজো হয়ে যাবে।
এক ব্যক্তির নামে একাধিক পার্মানেন্ট অ্য়াকাউন্ট নম্বর বা একাধিক ব্যক্তির নামে একই পার্মানেন্ট অ্য়াকাউন্ট নম্বর থাকার বিষয়টি সামনে আসার পরই আয়কর বিভাগের তরফে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর নিয়ম আনা হয়। করদাতাদের জন্য আধার ও প্যান কার্ড বাধ্য়তামূলক করা হয়েছে। প্যানের ডেটাবেস যাতে নকল না হয়, তার জন্যই এই নিয়ম আনা হয়েছে।