Return Tickets: সপ্তাহের কোন দিন রিটার্ন টিকিট কাটলে ২ দিন ‘ফ্রি’তে আসতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 13, 2023 | 7:30 AM

Indian Railways: আপনি যদি কোনও স্টেশন থেকে গন্তব্য অবধি রিটার্ন টিকিট কাটেন, তবে এক টিকিটে আপনি যেমন গন্তব্যেও যেতে পারবেন, আবার সেখান থেকে ফিরেও আসতে পারেন। কিন্তু পরের দিন যদি রবিবার বা ছুটির দিন হয়, তবে সেই দিনটির পরের 'ওয়ার্কিং ডে' বা কর্মদিবস অবধি রিটার্ন টিকিটটি প্রযোজ্য থাকবে।

Return Tickets: সপ্তাহের কোন দিন রিটার্ন টিকিট কাটলে ২ দিন ফ্রিতে আসতে পারবেন?
রিটার্ন টিকিট কতদিন প্রযোজ্য?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকাল ট্রেনে যারা যাতায়াত করেন, তাদের মধ্যে অধিকাংশ যাত্রীই সময় বাঁচাতে রিটার্ন টিকিট কিনে নেন। এতে একদিকে যেমন বারবার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হয় না, তেমনই এক রিটার্ন টিকিটে ওই দিনের মধ্যে একাধিকবার ফেরাও যায়। তবে আপনি কি জানেন যে একবার রিটার্ন টিকিট কেটে আপনি দুইদিন যাতায়াত করতে পারেন? আপনিও যদি লোকাল ট্রেনে নিত্যদিন যাতায়াত করেন, তবে রিটার্ন টিকিট সম্পর্কে এই তথ্যগুলি জেনে রাখুন। এতে আপনিই লাভবান হবেন।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের তথ্য় অনুযায়ী, আপনি যদি কোনও স্টেশন থেকে গন্তব্য অবধি রিটার্ন টিকিট কাটেন, তবে এক টিকিটে আপনি যেমন গন্তব্যেও যেতে পারবেন, আবার সেখান থেকে ফিরেও আসতে পারেন। কিন্তু পরের দিন যদি রবিবার বা ছুটির দিন হয়, তবে সেই দিনটির পরের ‘ওয়ার্কিং ডে’ বা কর্মদিবস অবধি রিটার্ন টিকিটটি প্রযোজ্য থাকবে। অর্থাৎ সোমবার বা ছুটির পরেরদিন অবধি এই টিকিট প্রযোজ্য থাকবে।

 কোন রুটে এই সুবিধা পাবেন?

দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়া-খড়্গপুর-মেদিনীপুর সেকশনে এই রিটার্ন টিকিটের সুবিধা পাওয়া যাবে। পাঁশকুড়া, হলদিয়া ও সাঁতরাগাছি-বরগাছিয়া সেকশনেও রিটার্ন টিকিটের সুবিধা পাওয়া যাবে।

রবিবার ছাড়াও রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ঘোষিত ছুটির দিনগুলির পরেরদিন মধ্যরাত অবধি রিটার্ন টিকিট দিয়ে ফেরা যাবে। ধরা যাক, আপনি কালীপুজোর আগেরদিন রিটার্ন টিকিট কাটেন, তবে কালীপুজোর পরেরদিন মধ্য রাত অবধি রিটার্ন টিকিট ব্যবহার করতে পারবেন।

Next Article