
এমন কিছু স্বপ্ন আছে যা পরিস্থিতির চাপে চাপা পড়ে যায়, কিন্তু কখনও মরে না। দিশার গল্পটা ঠিক তেমনই। NIFT থেকে পড়াশোনা শেষ করে তিনি ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু অল্প বয়সে বিয়ে, সংসারের দায়িত্ব আর সামাজিক প্রত্যাশার ভারে তাঁর সেই স্বপ্ন ধীরে ধীরে থমকে যায়। ভাল স্ত্রী, ভাল বউ, ভাল মা হওয়ার চেষ্টায় তাঁর ফ্যাশন ডিগ্রি এক কোণে পড়ে থাকে। তবুও তাঁর নিজের কিছু করার ইচ্ছা কখনও মরে যায়নি।
বিয়ের পর দিশার ধ্যানজ্ঞান ছিল পরিবার ও পরিবারের মানুষদের দেখাশোনা করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর পরিচয় সীমাবদ্ধ হয়ে পড়ে। শুধু একজন গৃহিনীই ছিল তাঁর পরিচয়। কিন্তু দিশা তো এইভাবে বাঁচতে চাননি। ফলে, তাঁর মনের মধ্যে একটা যন্ত্রণা ছিল। তিনি শুধুমাত্র ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে চাননি। বাড়ির বেসমেন্টে ছোট একটি বুটিক খোলার প্রস্তাব দিলে পরিবার থেকেও আপত্তি আসে। সেই ছোট স্বপ্নটাও তখন অনেক বড় মনে হয়েছিল।
শেষ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রেখে, মাত্র দু’জন কর্মী নিয়ে দিশা শুরু করেন টেলারিং বুটিক। কোনও বড় সেটআপ বা দারুণ কোনও সহায়তা ছিল না তাঁর পিছনে। ছিল শুধুমাত্র তাঁর দক্ষতা ও অদম্য মানসিকতা। ধীরে ধীরে তাঁর কাজ বেড়ে যায়। টিম আরও বড় হয়। বর্তমানে তাঁর সঙ্গে কাজ করেন প্রায় ২৫ জন।
জীবন সব সময়ই মানুষের কঠিন পরীক্ষা নেয়। ২০২০ সালে দিশার শ্বশুর মারা যান। ২০২২ সালে মারা যান তাঁর স্বামী। ফলে, দিশার জীবনের সবকিছু ওলটপালট হয়ে যায়। যে কাজ একসময় ছিল শখ আর পরিচয়, সেটাই হয়ে ওঠে তাঁর বেঁচে থাকার অবলম্বন। পিছিয়ে যাওয়ার কোনও রাস্তা সেই মুহূর্তে তাঁর ছিল না।
আজ দিল্লির গ্রিন পার্কে দিশার নিজের সফল ডিজাইনার বুটিক। তাঁর গল্প প্রমাণ করে, আর্থিক স্বাধীনতা কোনও বিলাসিতা নয়—এটা নিরাপত্তা, আত্মসম্মান ও ভবিষ্যতের শক্ত ভিত। দিশা আজ শুধু একজন ডিজাইনার নন, তিনি সেই সব নারীর অনুপ্রেরণা, যাঁরা একদিন দায়িত্বের চাপে নিজেদের স্বপ্ন পিছনে ফেলে দিয়েছিলেন।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একবারের KYC (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এটি শুধুমাত্র নিবন্ধিত মিউচুয়াল ফান্ড সংস্থার সঙ্গেই করুন, যাদের তথ্য SEBI-র ওয়েবসাইটে পাওয়া যায়। কোনও অভিযোগ থাকলে বিনিয়োগকারীরা সরাসরি সংশ্লিষ্ট AMC-র সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা SCORES পোর্টাল (https://scores.gov.in)-এ অভিযোগ দাখিল করতে পারেন। যদি সমাধান সন্তোষজনক না হয়, তাহলে Smart ODR পোর্টাল (https://smartodr.in/login) ব্যবহার করা যেতে পারে।
HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ভারতের অন্যতম বৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থা। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০০ সালে SEBI-র অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু করে। সংস্থাটি ইক্যুইটি, ফিক্সড ইনকাম এবং অন্যান্য বিনিয়োগ বিকল্প পরিচালনা করে। দেশজুড়ে শাখা নেটওয়ার্কের পাশাপাশি ব্যাংক, স্বাধীন আর্থিক উপদেষ্টা এবং জাতীয় ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে তারা তাদের পরিষেবা প্রদান করে।