
প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে একসময় গাছের ছায়াই যথেষ্ট ছিল। কিন্তু দিন বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে পরিবেশের উপর মানুষের অত্যাচার। ফলে বেড়েছে বিশ্ব উষ্ণায়ন। আর এই গরমের হাত থেকে বাঁচতে মানুষ ভরসা করে এসির উপর। তবে নতুন এসি মেশিন কেনার সময় যা হোক একটা কিনে ফেলা বা ঘরের সাইজ অনুযায়ী ১ টন বা ১.৫ টন বা ২ টনের এসি কিনে ফেলা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়।
তাহলে কী করণীয়? এসি কেনার সময় ঘরের মাপ অনুযায়ী শুধুমাত্র টন ঠিক করে এসি কিনলেই হবে না। সবার আগে দেখতে হবে এসি কতক্ষণ চলবে। যদি একেবারে ছাদের উপর ঘর হয় তাহলে অনেকক্ষণ চলবে ধরা যায়। আর যদি ঘরের উপর আরও কয়েকটি ফ্লোর থাকে তাহলে ঘর তুলনামূলকভাবে ঠান্ডা। ফলে কম সময় এসি চলবে। সেটা ঠিক করার পরই কিনতে হবে এসি।
যদি অনেকক্ষণ এসি চলে তাহলে 5 Star রেটিং যুক্ত এসি কেনা উচিৎ। আবার এসি যদি কম সময় চলে তাহলে 3 Star এসিতেও কাজ চলে যায়। কিন্তু এমন কেন? 3 Star এসির দাম 5 Star এসির তুলনায় কম। ফলে বাড়তি দাম দিয়ে 5 Star এসি কিনে সেটা যদি অনেকক্ষণ চালানো না হয় তাহলে বাড়তি খরচটা উসুল করা যাবে না।
এবার অনেকক্ষণ এসি যদি চলে তাহলে তো অবশ্যই 5 Star এসি কেনা উচিৎ। এবার এখানে আসে ইনভার্টার আর নন ইনভার্টার এসি। যদি এসিতে ইনভার্টার টেকনোলজি থাকে তাহলে সেই এসির দাম আরও কিছুটা বেশি হয়। আর এই টেকনোলজির কারণে বিদ্যুৎ খরচও বাঁচে অনেকটা।