মুম্বই: এক প্রজন্মের হাত থেকে পরবর্তী প্রজন্মের হাতেই যায় সাম্রাজ্য। সেই রাজা-রাজড়ার সময় থেকেই এই প্রথা চলে আসছে। বর্তমান সময়েও তার ব্যতিক্রম হয়নি। রিলায়েন্সে ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানী (Mukesh Ambani)। বিশ্বের অন্যতম বড় কনগ্লোমারেট হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মুকেশ অম্বানী ধীরে ধীরে তাঁর সন্তানদের হাতে রিলায়েন্সের দায়িত্ব তুলে দিচ্ছেন। দুই ছেলে-আকাশ ও অনন্তের পাশাপাশি রিলায়েন্সে সক্রিয় ভূমিকায় রয়েছেন অম্বানী পরিবারের একমাত্র কন্যা ইশা অম্বানী (Isha Ambani)। তাঁর মাসিক বেতন কত জানেন?
চলতি বছরেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক জেনারেল বৈঠকে নীতা অম্বানী রিলায়েন্সের বোর্ড থেকে সরে দাঁড়ান। অন্য়দিকে, ইশা, অনন্ত ও আকাশ অম্বানীকে বোর্ডের ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়। সংস্থার নন-এগজেকিউটিভ ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয় ইশা অম্বানীকে।
জিকিউ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স সংস্থা থেকে মাসিক ৩৫ লক্ষ টাকা বেতন নেন ইশা অম্বানী। তাঁর বার্ষিক বেতন আনুমানিক ৪.২ কোটি টাকা। এটি ডিভিডেন্ট বাদ দিয়ে। অর্থাৎ সংস্থার শেয়ার থেকেও আলাদাভাবে উপার্জন করেন ইশা। রিলায়েন্স বোর্ডের সদস্য হওয়ার জন্যও আলাদা বেতন ও কমিশন রয়েছে তাঁর। ইশা অম্বানীর আনুমানিক সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৭০০ কোটি টাকা।