Bluetooth Headphone নাকি সাধারণ হেডফোন, কোনটা ভাল জানেন?

Headphones: কোন ধরনের হেডফোন সবচেয়ে ভাল? তার যুক্ত হেডফোন নাকি তার ছাড়া ব্লুটুথ হেডফোন?

Bluetooth Headphone নাকি সাধারণ হেডফোন, কোনটা ভাল জানেন?
Image Credit source: mikroman6/Moment/Getty Images

Jul 28, 2025 | 12:40 PM

আজকের দিনে ফোনে কথা বলার জন্য বা গান শোনার জন্য বেশিরভাগ মানুষই হেডফোন ব্যবহার করে। আর হেডফোন সাধারণত দুই ধরনের হয়। তার যুক্ত হেডফোন ও তার ছাড়া হেডফোন। তার ছাড়া হেডফোন আবার ৩ ধরনের হয়। ব্লুটুথ হেডফোন, ওয়াইফাই হেডফোন বা রেডিও ফ্রিক্যোয়েন্সি হেডফোন ও ইনফ্রারেড হেডফোন। এর মধ্যে আমরা সাধারণত ব্লুটুথ হেডফোনের ব্যবহারই দেখে থাকি।

কিন্তু বিষয়টা হচ্ছে কোন ধরনের হেডফোন সবচেয়ে ভাল? তার যুক্ত হেডফোন নাকি তার ছাড়া ব্লুটুথ হেডফোন? সাধারণ মানুষ বলবেন, ব্লুটুথই ভাল। কারণ, এই হেডফোনে তারের ঝামেলা কম। তার ছিঁড়ে বা জড়িয়ে হেডফোন খারাপ হওয়ার সম্ভাবনাও প্রায় নেই। কিন্তু সত্যিই কি তাই? কী বলছে অভিজ্ঞতা? কী বলছেন বিশেষজ্ঞরা?

‘ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো’ বা টিডব্লিউএস অনেকদিন ধরে বিক্রি হলেও তার যুক্ত হেডফোনের চাহিদা কিন্তু কমেনি। তার একাধিক কারণও রয়েছে। প্রথমত, তার যুক্ত হেডফোনে ঝামেলা কর। চার্জ দিতে হয় না। দামেও অনেকটা কম। এ ছাড়া, তার যুক্ত হেডফোনে অডিয়ো সরাসরি ট্রান্সমিশন হয়। আর অ্যানালগ কানেকশনের মধ্যে দিয়ে এই কাজ হয় বলেই অডিয়ো কোয়ালিটি এই হেডফোনে দুর্ধর্ষ হয়।

অন্যদিকে, ব্লুটুথ হেডফোনের ক্ষেত্রে কিছু কোড ব্যবহার করেন প্রযুক্তিবিদরা। সেই কারণেই এর অডিয়ো কোয়ালিটি তার যুক্ত হেডফোনের তুলনায় খুব ভাল হয় না। ফলে, যাঁরা ভিডিয়ো বা অডিয়ো এডিটিংয়ের মতো কাজ করেন, তাঁরা এখনও তারযুক্ত হেডফোনই ব্যবহার করেন।