সময়ের আগে Loan শোধ করলে Credit Score কি কমে যায়?

Credit Score: কিন্তু আগেভাগে লোন শোধ করে দিলে কি ক্রেডিট স্কোর কমে যায়? কোনও ঋণ আগে পুরোটা বা আংশিক শোধ করে দিলে গ্রাহকের উপর থাকা ঋণের বোঝা কিছুটা হলেও লাঘব হয়।

সময়ের আগে Loan শোধ করলে Credit Score কি কমে যায়?
Image Credit source: Virojt Changyencham/Moment/Getty Images

Jul 01, 2025 | 12:42 PM

অনেক মানুষই গাড়ি, বাড়ি কেনার জন্য বা কোনও আপৎকালীন পরিস্থিতিতে ঋণ নিয়ে থাকেন। আর অনেক ক্ষেত্রে, বিশেষত হোম লোনের ক্ষেত্রে এই ঋণের সময়কাল হয় ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এত লম্বা যে কোনও লোনই চালানো অনেক সময় বেশ কষ্টসাধ্য হয়ে যায়। ফলে, অনেকেই সময়ের আগে লোন বন্ধ করে দিতে চায়। তবে, একটা প্রশ্ন থেকেই যায়, আগেভাগে লোন শোধ হয়ে গেলে কি ক্রেডিট স্কোর খারাপ হয়?

ভারতে ক্রেডিট রেটিং সংস্থাগুলোর মধ্যে সিবিল, এক্সপেরিয়ান বা CRIF হাই মার্ক উল্লেখযোগ্য। এরা সাধারণত ৩০০ থেকে ৯০০-এর মধ্যে ক্রেডিট স্কোর নির্ধারণ করে থাকে। ৭৫০-এর বেশি যদি কারও ক্রেডিট স্কোর হয়, তবে তা ভাল বলে ধরা হয় ও সহজে ঋণ বা ক্রেডিট স্কোর মঞ্জুর হয়।

কিন্তু আগেভাগে লোন শোধ করে দিলে কি ক্রেডিট স্কোর কমে যায়? না, আগেভাগে কোনও লোনই শোধ করে দিলে ক্রেডিট স্কোরে কোনও খারাপ প্রভাব পড়ে না। আর কোনও ঋণ আগে পুরোটা বা আংশিক শোধ করে দিলে গ্রাহকের উপর থাকা ঋণের বোঝা কিছুটা হলেও লাঘব হয়। ফলে ঋণের পরিমাণ বা Credit Utilization Ratio কমে যায়। যা ক্রেডিট ব্যুরোগুলোকে একটি পজিটিভ সিগনাল দেয়।

হোম লোনের মতো যে সব লোনে ফ্লোটিং রেটে সুদ নির্ধারিত হয়, সেই সব ঋণে প্রিপেমেন্ট চার্জ নেওয়া নিষিদ্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু অন্যান্য সমস্ত ঋণে প্রি পেমেন্ট চার্জ নেয় ব্যাঙ্কগুলো।