Doge Meme in Twitter Logo: যা পাখি উড়তে দিলাম তোকে…টুইটারে ‘কুকুরের মুখ’ বসালেন মাস্ক

Elon Musk Twitter: টুইটারের ওয়েব ভার্সনে বদলে গেল লোগো। ব্লু বার্ডের পরিবর্তে এল ডোজ মিম।

Doge Meme in Twitter Logo: যা পাখি উড়তে দিলাম  তোকে...টুইটারে 'কুকুরের মুখ' বসালেন মাস্ক
গ্রাফিক্স সৌজন্যে: অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 12:20 PM

ওয়াশিংটন: ছিল পাখি। হয়ে গেল কুকুর। না, এটা কোনও ম্যাজিক নয়। হাত সাফাইও করা হচ্ছে না। ইলন মাস্কের হাত ধরে নতুন আপডেট এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। এই আপডেটে এবার বদলেই গেল এতদিন ধরে চলে আসা সেই পূর্ব পরিচিত নীল পাখি বা ‘ব্লু বার্ডের’ লোগোটি। পরিবর্তে এল একটি কুকুরের ছবি (Doge)। ব্লু বার্ড উড়িয়ে দিলেন ইলন মাস্ক।

এই কুকুরের ছবির সঙ্গে সোশ্যাল মিডিয়ার ব্যবহাকারীরা অনেকেই পরিচিত। বিভিন্ন মিমে এই কুকুরের মুখটি ব্যবহার হয়ে থাকে। ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির (Dogecoin cryptocurrency) সেই কুকুরের (Doge Meme) ছবি দিয়ে আইকনিক ব্লু বার্ড লোগে পরিবর্তন করলেন টুইটার সিইও। আগে হোম বাটন হিসেব এই ব্লু বার্ড দেখা যেত। এখন থেকে টুইটারের হোম বাটনে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে ডোজকয়েন ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির কুকুরটি। সোমবারই টুইটার ব্যবহারকারীরা লক্ষ্য করেন ওয়েব ভার্সনে লোগো বদলে হয়েছে শিবা ইনু। তবে শুধুমাত্র টুইটার ওয়েবের ক্ষেত্রেই এই পরিবর্তন এসেছে। টুইটার মোবাইল অ্য়াপে লোগোর কোনও বদল হয়নি।

এদিকে মাস্ক তার অ্যাকাউন্টে একটি হাস্যকর পোস্টও শেয়ার করেছেন। সেখানে গাড়িতে ‘ডোজ’ মিম (যা শিবা ইনুর মুখ দেখায়) এবং তার ড্রাইভিং লাইসেন্স দেখছে পুলিশ অফিসার। আর সেই অফিসারকে বলছে যে তার ছবি পরিবর্তন করা হয়েছে। এদিকে ইলন মাস্ক ২০২২ সালের ২৬ শে মার্চ তাঁর এবং বেনামি অ্যাকাউন্টের মধ্যে কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে অন্য অ্যাকাউন্টটি মাস্ককে ব্লু বার্ডের লোগো বদলে “ডোজ” করতে বলে। টুইটারে এই পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

প্রসঙ্গত, ডোজ ইমেজ (শিবা ইনুর) ডোজকয়েন ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির লোগো হিসাবে সুপরিচিত। বিটকয়েনের মতো অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে উপহাস করার জন্য ২০১৩ সালে কৌতুক হিসাবে তৈরি করা হয়েছিল এই কয়েন। অনেকের মতে মাস্ক ডোজ মিমের খুব বড় ফ্য়ান। তিনি এর আগেও টুইটারে ডোজ মিমের প্রচার করেছিলেন। এদিকে সোমবার লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০ শতাংশ বেড়ে গিয়েছে ডোজকয়েনের মান।