PF Account: চাকরি ছাড়লেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন না, বঞ্চিত হবেন

PF Account: কর্মীরা চাকরি ছেড়ে দিলেও পিএফ অ্যাকাউন্টে জমা হতে থাকে ইন্টারেস্ট। ফলে বাড়তে থাকে টাকার পরিমান।

PF Account: চাকরি ছাড়লেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন না, বঞ্চিত হবেন
EPFO
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 6:36 AM

বেসরকারি সংস্থার কর্মীদের মধ্যে এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার প্রবণতা সবসময়েই থাকে। আর চাকরি ছেড়ে দেওয়ার পর পিএফের টাকা তুলে নেন অনেকেই। এককালীন মোটা টাকা পাওয়া যায় পিএফ অ্যাকাউন্ট থেকে। তবে এভাবে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। যদি তৎক্ষণাৎ মোটা টাকার প্রয়োজন না থাকে, তাহলে কয়েক বছর পিএফ অ্যাকাউন্টে টাকা ফেলেও রাখতে পারেন। এতে সুবিধাই হবে কর্মীদের।

কর্মীরা চাকরি ছেড়ে দিলেও পিএফ অ্যাকাউন্টে জমা হতে থাকে ইন্টারেস্ট। ফলে বাড়তে থাকে টাকার পরিমান। নতুন সংস্থায় যোগ দিলে একই পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

চাকরি ছেড়ে দেওয়ার পর ৩৬ মাস পর্যন্ত টাকা ফেলে রাখা যায়। তবে সে ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টটি সচল রাখতে কিছু টাকা অন্তত তুলতে হবে। নাহলে সেটা অচল হিসেবে গন্য হবে। যদি অ্যাকাউন্ট অচল হয়ে যায় তাহলে ওই টাকা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে চলে যায়।