How To Earn Money: নেই উপার্জনের অন্য কোনও উৎস? নেই পারিবারিক সম্পত্তিও? এই কাজ করলে হু হু করে আসবে অর্থ…
Investment: অন্য কোনও উপার্জনের উৎসের দরকার নেই। দরকার নেই পারিবারিক সম্পত্তিরও। প্রচুর টাকা করতে গেলে যেটা প্রয়োজন সেটা হল শৃঙ্খলা মেনে বিনিয়োগ করে যাওয়া।

কীভাবে কোনও ব্যক্তি বিত্তশালী হতে পারেন? সম্প্রতি এক্স মাধ্যমে এর উত্তর দিয়ে নেটিজেনদের মাথা ঘুরিয়ে দিয়েছেন এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি বলছেন অর্থনৈতিক শৃঙ্খলার মাধ্যমে কোনও ব্যক্তি দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি করতে পারেন। তাঁর কথায় বিনিয়োগকারীদের মহাতারকা ওয়ারেন বাফেটের কথা বারে বারে উঠে এসেছে।
ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলছেন, তাঁর বিনিয়োগ করা প্রতিটা অর্থই প্রতিনিয়তই কাজ করে চলেছে। তাঁর কথা অনুযায়ী, অর্থ যদি খুব ভাবনাচিন্তা করে, হিসাব করে বিনিয়োগ করা হয় তাহলে অলক্ষ্যেই ধীরে ধীরে বাড়তে থাকে অর্থ। আর এর মাধ্যমেই বিনিয়োগকারী নিজের অর্থনৈতিক স্বাধীনতা পায়।
ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলছেন মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ যদি বার্ষিক ৮ শতাংশও রিটার্ন দেয় তাহলে ১০ বছর শেষে গিয়ে দাঁড়াবে ১৮ লক্ষ ২৯ হাজার টাকায়। ২০ বছর শেষে হবে ৫৯ লক্ষ ৩১ হাজার টাকা। আর যদি টাকা ৩০ বছর ধরে এই বিনিয়োগ চালানো যায় তাহলে তা গিয়ে দাঁড়ায় প্রায় ১.৫ কোটি টাকায়।
তিনি বলছেন, অন্য কোনও উপার্জনের উৎসের দরকার নেই। দরকার নেই পারিবারিক সম্পত্তিরও। প্রচুর টাকা করতে গেলে যেটা প্রয়োজন সেটা হল শৃঙ্খলা মেনে বিনিয়োগ করে যাওয়া। ওই CA বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব কোনও ব্যক্তির বিনিয়োগ শুরু করা উচিৎ। যেটা যদি মাত্র হাজার টাকাও হয়, তাও তা বিনিয়োগ করা উচিৎ। কারণ, কোনও এসআইপির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়, সেটা হল সময়। কারণ, সময় যত বেশি পাওয়া যায়, কম্পাউন্ডিং ততই ভাল হয়। এ ছাড়া তিনি আরও বলছেন, অপ্রয়োজনীয় ধার যতটা এড়ানো যায়, ততই ভাল।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





