ছবি: ফাইল চিত্র
নয়া দিল্লি: আধার কার্ড (Aadhar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পরিচয়পত্র হোক বা ঠিকানার প্রমাণ, সব কিছুর জন্যই আধার কার্ডের জুড়ি মেলা ভার। শুধু তাই নয় ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খোলা থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পেতে আধার কার্ড বাধ্যতামূলক। তবে অনেক ক্ষেত্রেই আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে বিভিন্ন সমস্যা হয়। সেই সমস্যার অন্যতম সমাধান হিসেবে নতুন পদক্ষেপ চালু করেছে আধার নিয়ামক সংস্থা UIDAI, এখন সহজেই মোবাইল নম্বর না থাকলেও PVC Aadhar Card ডাউনলোড করা যাবে। তবে কী ভাবে হবে এই কাজ, জেনে নিন বিস্তারিত…
- প্রথমেই UIDAI-এর ওয়েবসাইট https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint এ গিয়ে ‘My Aadhaar’-এ অপশনে ক্লিক করতে হবে।
- এবার ‘Order Aadhaar PVC Card’ অপশনে ক্লিক করে নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিন।
- এবার ক্যাপচা কোড দিতে হবে।
- ক্যাপচা কোড দেওয়ার পর ‘My mobile number is not registered’ অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার বিকল্প মোবাইল নম্বর দিন এবং ‘Send OTP’-তে ক্লিক করুন। মোবাইল নম্বরে ওটিপি এলে তা দিন।
- ওটিপি দিয়ে ক্লিক করেলই আধার লেটারের প্রিভিউ দেখতে পাবেন।
- এবার ‘Make Payment’ অপশনে ক্লিক করে অনলাইনে পিভিসি আধারের জন্য পেমেন্ট করুন।