
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আসন্ন অর্থবর্ষের বাজেট পেশের পরই ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক। ফলে রেপো রেট ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে শেষবারের জন্য রেপো রেট কমিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট হল সেই সুদের হার, যে হারে বাকি ব্যাঙ্কদের থেকে সুদ নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে সমানুপাতিক সম্পর্কে রেপো রেট কমলে কমে সুদের হারও। আর তখনই ব্যাঙ্কগুলো লোনের ক্ষেত্রে সুদের হারও কমিয়ে দেয়। যদিও রেপো রেট কমার সঙ্গে সঙ্গে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার কমার কোনও যোগ নেই, তবুও ব্যাঙ্কগুলো তাদের লভ্যাংশ একই রাখার জন্য একটু হলেও নাকি কমিয়ে দেয় সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। অ্যাক্সিস ব্যাঙ্ক বলছে, রেপো রেট কমালে সেভিংসে সুদের হারও কমিয়ে দেওয়া হয়, যাতে সঞ্চয়ের প্রতি মানুষের আকর্ষণ কমানো যায় ও খরচের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো যায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
২০২৫-এর ১৫ জানুয়ারির তথ্য অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ২.৭০ শতাংশ সুদ দেয়। আর সেই অ্যাকাউন্টে যদি ১০ কোটি টাকার বেশি অর্থ থাকে তবে ৩.০০ শতাংশ সুদ পাওয়া যায়।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১ জানুয়ারি ২০২৩-এর তথ্য বলছে ওই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে যদি ১০ লক্ষ টাকার কম থাকে তবে ২.৭০ শতাংশ হারে সুদ মিলবে। অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০ লক্ষ থেকে ১০০ কোটির মধ্যে থাকে তবে সুদের হার হয় ২.৭৫ শতাংশ। আর ১০০ কোটির চেয়ে বেশি টাকা যদি সেভিংস অ্যাকাউন্টে থাকে তবে ৩ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এইচডিএফসি ব্যাঙ্ক
ইকোনমিক টাইমসের তথ্য বলছে, এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষের কম ব্যালেন্স থাকলে ৩ শতাংশ সুদ দেয় তারা। আর ৫০ লক্ষের উপর থাকলে সুদের হার হয়ে যায় ৩.৫০ শতাংশ।
আইসিআইসিআই ব্যাঙ্ক
আইসিআইসিআই ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, তারাও এইচডিএফসি ব্যাঙ্কের মতো একই হারে সুদ দেয়। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষের কম ব্যালেন্স থাকলে ৩ শতাংশ ও ৫০ লক্ষের উপর ব্যালেন্স থাকলে সুদের হার হয়ে যায় ৩.৫০ শতাংশ।
ব্যাঙ্ক অফ বরোদা
জানুয়ারি ২০২৫-এর তথ্য অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদার সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ২.৭৫ শতাংশ। তবে সেভিংস অ্যাকাউন্টে ৫০ কোটির বেশি টাকা থাকে তাহলে সুদের হার হয় ৩ শতাংশ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশ। তবে অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ৫০ লক্ষের বেশি হয় তবে সুদের হার হবে ৩.৫০ শতাংশ।