
শেয়ার বাজার মানেই রোজের ওঠাপড়া। আজ দাম বাড়ছে তো কাল কমছে। আর বাজারের এমন অস্থিরতায় সাধারণ বিনিয়োগকারীরা প্রায়ই দিশেহারা হয়ে পড়েন। তবে খোদ ইলন মাস্ক কিন্তু একেবারে অন্যরকম পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি জিরোধার কো-ফাউন্ডার নিখিল কামাথের পডকাস্টে এসে তিনি শোনালেন বিনিয়োগের সহজ মন্ত্র।
ইলন মাস্ক বলছেন, রোজ আপনি যদি শেয়ার বাজারের ওঠাপড়ার দিকে থাকিয়ে থাকেন। তাহলে কিন্তু চলবে না। তাঁর স্পষ্ট কথা, “বাজারের ওঠানামা থাকবেই, কিন্তু একজন যিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার কথা ভাবেন, তাঁর উচিত বিনিয়োগের আগে কোনও সংস্থার আসল মূল্যের দিকে নজর দেওয়া।” আর কোনও সংস্থার আসল মূল্য বুঝতে হলে আপনাকে সেই সংস্থার ব্যালেন্স শিট দেখতে হবে ও তারপর বিনিয়োগ করতে হবে।
পডকাস্টে নিখিল কামাথকে ইলন মাস্ক মনে করিয়ে দেন, প্রতিদিনের সূচকের ওঠানামায় বিভ্রান্ত না হয়ে যদি এই দুটি মৌলিক বিষয়ের উপর কেউ যদি নজর রাখে তাহলেই দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব। যে সব ভারতীয় তরুণ স্বপ্ন দেখেন উদ্যোগপতি হওয়ার বা সফল বিনিয়োগকারী হওয়ার, তাঁদের জন্য মাস্কের এই ‘সিম্পল ফিলোজফি’ নিঃসন্দেহে বিরাট এক শিক্ষা।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।