সান ফ্রান্সিসকো: বছর খানেক আগে কিনে নিয়েছিলেন টুইটার। নাম বদলে এক্স রেখেছিলেন। এবার ‘এক্স’ বিক্রি করে দিলেন ইলন মাস্ক। কত টাকায়? ৩৩ বিলিয়ন ডলারে। ইলন মাস্ক নিজেই শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন। তবে গল্পে টুইস্ট রয়েছে অন্য জায়গায়।
ইলন মাস্ক তো এক্স বিক্রি করে দিলেন, তাহলে কিনল কে? উত্তরটা হল ইলন মাস্কই। ইলন মাস্ক এক্স-কে বিক্রি করে দিয়েছেন তারই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ এক্সএআই (xAI)-র কাছে। তিনি জানিয়েছেন, এই জুটি (সোশ্যাল মিডিয়া ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নতুন নতুন সম্ভাবনার পথ খুলে দেবে। এক্স-র বিপুল ফলোয়ার্স ও এক্সএআই-র আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মিলেই কাজ করবে। ডেটা, মডেল, কম্পিউট, ডিস্ট্রিবিউশন ও ট্যালেন্ট মিলিয়ে কাজ করবে দুই কোম্পানি।
প্রসঙ্গত, ২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারকে কিনে নেন। বর্তমানে এক্স-র ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি গ্রাহক রয়েছে। এক্স এআই-র মার্কেট ভ্যালু ৮০ বিলিয়ন ডলার। এক্স-র মার্কেট ভ্যালু ৩৩ বিলিয়ন ডলার। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ঘাড়ে ১২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে।
অন্যদিকে, এক্সএআই ২০২৩ সালে লঞ্চ করেন মাস্ক। সম্প্রতিই, ফেব্রুয়ারি মাসে এর চ্যাটবট গ্রক-৩ প্রকাশ হয়েছে, যা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। টক্কর দিচ্ছে চ্যাটজিপিটি, ডিপসিক-কে।