Elon Musk: ভারতের সঙ্গে ‘জোট’ ইলন মাস্কের! আবার পাকিস্তানকে ‘হারিয়ে দিল’ নয়াদিল্লি

Elon Musk: জারি করা হল লেটার অব ইনটেন্ট। জানা গিয়েছে, মাস্কের সংস্থার সঙ্গেই অম্বানির তৈরি জিও স্যাটালাইট কমিউনিকেশনের জন্যও একটি লেটার জারি করা হয়েছে।

Elon Musk: ভারতের সঙ্গে জোট ইলন মাস্কের! আবার পাকিস্তানকে হারিয়ে দিল নয়াদিল্লি
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

May 09, 2025 | 6:31 PM

নয়াদিল্লি: ভারতে আসছে স্টারলিঙ্ক। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ আবহে, শুধুই প্রত্যাঘাতই নয়। এবার উন্নয়নের দিক থেকেও পড়শি দেশকে এক গোল দিয়ে দিল ভারত সরকার। তাদের দেশে স্টারলিঙ্ক নিয়ে কথা শুরু আগেই নয়াদিল্লি পৌঁছে গেল ‘পাকা কথায়’। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, কথা-বার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। এমনকি, কেন্দ্রের তরফে একটি ‘লেটার অব ইনটেন্ট’ জারি করে দেওয়া হয়েছে।

গত মার্চেই টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের সমাজমাধ্যমে স্টারলিঙ্ককে স্বাগত জানিয়ে প্রথমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন। কিন্তু তারপরেই সেটি ডিলিট করে দেন। এই ঘটনার পর থেকে চড়েছিল জল্পনা। খুব শীঘ্রই যে ভারতে ঢুকে পড়বে স্টারলিঙ্ক, এই প্রত্যাশা তৈরি হতে শুরু করে মানুষের মনে।

এর মধ্য়ে এবার সংবাদ সংস্থা পিটিআই টেলিকম মন্ত্রক সূত্রে জানতে পেরেছে, সেই দিন এগিয়ে এল আরও এক ধাপ। জারি করা হল লেটার অব ইনটেন্ট। জানা গিয়েছে, মাস্কের সংস্থার সঙ্গেই অম্বানির তৈরি জিও স্যাটালাইট কমিউনিকেশনের জন্যও একটি লেটার জারি করা হয়েছে।

গোপন সূত্রে খবর, স্টারলিঙ্কের জন্য একটি নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। স্টারলিঙ্ক পরিষেবা সরাসরি কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত হওয়ায় জাতীয় নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এমনকি, এর আগেও একবার ভারতে স্টারলিঙ্কের পরিষেবা শুরুর তোড়জোড় করেও জাতীয় নিরাপত্তার ‘খাঁড়া’র জেরে পিছিয়ে পড়তে হয়েছিল ইলন মাস্ককে। এবার যাতে তেমনটা না হয়, তাই আগেভাগেই নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরির মাধ্যমে গোটা বিষয়টিকেই ইতিবাচক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।